আগরতলা: সকাল সকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে ত্রিপুরার যুবসমাজকে বেশি করে ভোট দিতে আহবান জানিয়েছিলেন৷ ভোট দিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেই সহমত পোষণ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ দীর্ঘ দু দশক ত্রিপুরার রাজ্যপাট সামলানো মানিকের অবশ্য দাবি, যুবরা ভোট দিলেই ত্রিপুরায় বদল হবে৷ পরাজিত হবে বিজেপি৷
এ দিন সকালে আগরতলার শিশু বিহার স্কুলে ভোট দিতে আসেন মানিক সরকার৷ সকাল থেকেই ভোটগ্রহণকে কেন্দ্র করে ত্রিপুরার বেশ কয়েকটি জায়গায় অশান্তির খবর এসেছে৷ মানিক সরকারও বিজেপি-র বিরুদ্ধে অভিযোগ করে বলেন, 'জায়গায় জায়গায় আমাদের কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। একাধিক জায়গায় মানুষ প্রতিরোধ করছে। আমাদের কাছে গোটা রাজ্যের খবর আসছে৷ আমরা সেগুলো পর্যালোচনা করছি।'
আরও পড়ুন: বাম-বিজেপি হাতাহাতি! ভোটের সকালে উত্তপ্ত ত্রিপুরার শান্তিরবাজার এলাকা
এবার তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও বাম-কংগ্রেস অলিখিত জোটের মুখ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীই৷ ত্রিপুরায় বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে এবার কর্মসংস্থান তৈরি করতে না পারার অভিযোগে সরব হয়েছে বাম-কংগ্রেস৷ তাই প্রধানমন্ত্রী যুবসমাজকে ভোট দেওয়ার আবেদন করায় সেই মন্তব্যকেই হাতিয়ার করে পাল্টা জবাব দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷
ত্রিপুরায় এবার মূলত ত্রিমুখী লড়াই৷ বিজেপি-আইএফটি জোটের সঙ্গে একদিকে যেমন বাম-কংগ্রেস জোটের লড়াই, সেরকমই প্রবল ভাবে উঠে এসেছে প্রদ্যোৎ মাণিক্যের দল তিপরামোথা৷ ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি-র বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ নিয়েই ভোটের ময়দানে নেমেছে বিরোধীরা৷
সব সর্বশেষ পড়ুন ত্রিপুরা বিধানসভা নির্বাচন 2023 এখানে খবরনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Manik Sarkar, Tripura, Tripura assembly elections 2023, Tripura Election