Youtuber Death: উত্তাল জলপ্রপাতের মাঝে দাঁড়িয়ে ভিডিও! আচমকা স্রোতের দাপটে ভেসে নিখোঁজ এই জনপ্রিয় ইউটিউবার! ভাইরাল ‘শেষ ভিডিও’!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Youtuber Death:ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে দুমদুমা জলপ্রপাতে নেমে বিপজ্জনক ভাবে লাইভ স্ট্রিমিং করছেন সাগর৷ ভিডিও চলাকালীন আচমকা উত্তাল ঢেউ এসে তাঁকে ভাসিয়ে নিয়ে যায়৷ কনটেন্ট তৈরি করতে গিয়ে নিখোঁজ হয়ে যান৷ তাঁর খোঁজে চলছে তল্লাশি৷
কোরাপুট: গিয়েছিলেন বর্ষায় উত্তাল জলপ্রপাতের ভিডিও করতে৷ সেই খরস্রোতেই ভেসে গেলেন জনপ্রিয় ইউটিউবার সাগর কুণ্ডু৷ ওড়িশার এই তরুণের সোশ্যাল মিডিয়ায় চাহিদা ও প্রভাব ব্যাপক৷ ওড়িশার বেরহামপুরের বাসিন্দা সাগর সম্প্রতি গিয়েছিলেন কোরাপুট জেলার দুমদুমা জলপ্রপাতে৷ ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে দুমদুমা জলপ্রপাতে নেমে বিপজ্জনক ভাবে লাইভ স্ট্রিমিং করছেন সাগর৷ ভিডিও চলাকালীন আচমকা উত্তাল ঢেউ এসে তাঁকে ভাসিয়ে নিয়ে যায়৷ কনটেন্ট তৈরি করতে গিয়ে নিখোঁজ হয়ে যান৷ তাঁর খোঁজে চলছে তল্লাশি৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, জলের স্তর বাড়তে শুরু করলে, বন্ধুদের বারবার তীরে ফিরে যাওয়ার অনুরোধ উপেক্ষা করে, তিনি পাথর পেরিয়ে স্রোতের মাঝখানে পাথরখণ্ডের উপর দাঁড়িয়ে পড়েন। তাঁর সঙ্গীরা তাঁকে নিরাপদে টেনে আনার জন্য দড়ি ছুঁড়ে দেওয়ার চেষ্টাও করেছিলেন৷ কিন্তু তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপর বাঁধের পাশ থেকে হঠাৎ জলের বিশাল ঢেউ তাঁকে ডুবিয়ে দেয়৷ বিকেল ৪.৩০ টার দিকে আতঙ্কে হতচকিত সকলের চোখের সামনে তাঁকে ভাসিয়ে নিয়ে যায়।
advertisement
हिन्दी संस्करण के लिए नीचे पढ़ें
🚨🔥🔥📢 Tragedy at Duduma Waterfall: YouTuber Swept Away by Sudden Currents 🚨🔥🔥📢English Version
🟩➡ Filming Adventure Ends in Disaster
A 22-year-old YouTuber, Sagar Tudu from Berhampur, went missing after being swept away by powerful… pic.twitter.com/DfYn5cUAGF— Lt Col Ashish Devliyal (Retd) (@AshishDevliyal1) August 24, 2025
advertisement
advertisement
ওড়িশা ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্স (ODRAF), লামাতাপুটের ফায়ার সার্ভিস কর্মী এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ উদ্ধারকারী দল ঘটনার পর থেকে এলাকায় তল্লাশি চালাচ্ছে। সংবাদমাধ্যমে প্রকাশ, স্থানীয় গ্রামবাসীদের সাহায্যে তল্লাশি অভিযান চলে। স্থানীয় মাছকুন্ড থানার ইন্সপেক্টর-ইন-চার্জ মধুসূদন ভোই একটি আপডেট দিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন যে এখনও পর্যন্ত উদ্ধার হওয়া একমাত্র জিনিস হল ব্যাটারি এবং অন্যান্য সরঞ্জাম ভর্তি একটি ব্যাগ, যা প্রবীর কুণ্ডু ভেসে যাওয়ার কিছু ক্ষণ আগে জলে ফেলে দিয়েছিলেন বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন : শ্বশুরবাড়িতে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ বিবাহিত মেয়ে! রাগের কোপে প্রেমিক ও মেয়েকে মেরে কুয়োয় ফেললেন বাবা!
সোমবারও অনুসন্ধান অব্যাহত ছিল কিন্তু এখনও পর্যন্ত নিখোঁজ ইউটিউবারের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ইউটিউবার তাঁর সহকর্মী অভিজিৎ বেহরা এবং অন্যান্য বন্ধুর সাথে জলপ্রপাতটি পরিদর্শন করেছিলেন৷ ট্র্যাজেডির আগে ড্রোন শট-সহ বেশ কয়েকটি এলাকার ছবি তুলেছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল উত্তাল স্রোতের মাঝে তোলা তাঁর শেষ ভিডিও৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2025 3:55 PM IST