Delhi Air Pollution: দূষণে ভয়াবহ দিল্লি! বন্ধ স্কুল-কলেজ! দূষণ নিয়ন্ত্রণে এবার কী হবে কৃত্রিম বৃষ্টি? কেন্দ্রকে চিঠি দিল্লি সরকারের
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
Delhi Air Pollution: পরিবেশ মন্ত্রী গোপাল রাই মঙ্গলবার বলেছেন, ‘এই অঞ্চলে বায়ুর মান খারাপ হওয়ার কারণে শ্বাসকষ্টজনিত অসুস্থতা বেড়েছে।’ তাই, রাজধানীর বায়ু দূষণের বিরুদ্ধে লড়াই করার জন্য কৃত্রিম বৃষ্টি ব্যবহার করতে আগ্রহী তাঁরা।
নয়াদিল্লিঃ বেনজির বায়ু দূষণের জেরে সুপ্রিম কোর্ট, দিল্লি হাইকোর্ট-সহ দিল্লি এবং এনসিআর-এর সব কোর্টে শুনানি বন্ধ করে অবিলম্বে ভার্চুয়াল শুনানি শুরু করার জন্য প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে আবেদন জানালেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। ভার্চুয়াল শুনানির পক্ষে সওয়াল করে আবেদন জানান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট কপিল সিব্বলও।
আরও পড়ুনঃ মাইলের পর মাইল হাঁটতে হবে না! শীতে এই ‘সময়’ হাঁটলেই সুপার ফাস্ট গতিতে গলবে মেদ! এক ঢিলেই হাতের মুঠোয় সুস্বাস্থ্য
যদিও পুরোপুরি ভার্চুয়াল শুনানিতে মান্যতা দেননি প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির বক্তব্য, যেকোনও সময়েই আইনজীবীদের ভার্চুয়াল হিয়ারিং এ মামলা লড়াতে সুবিধা রয়েছে। আইনজীবীরা সশরীরে হাজিরা দিতে না পারলে কোন মামলা স্থগিত করা হবে না। তখন, তাঁরা ভার্চুয়াল হিয়ারিং করতে পারবেন।
advertisement
পরিবেশ মন্ত্রী গোপাল রাই মঙ্গলবার বলেছেন, ‘এই অঞ্চলে বায়ুর মান খারাপ হওয়ার কারণে শ্বাসকষ্টজনিত অসুস্থতা বেড়েছে।’ তাই, রাজধানীর বায়ু দূষণের বিরুদ্ধে লড়াই করার জন্য কৃত্রিম বৃষ্টি ব্যবহার করতে আগ্রহী তাঁরা। তবে এখনও কখনেও সিদ্বান্ত হয়নি। এই বিষয়ে কেন্দ্রকে চিঠি দিল্লি সরকারের।
advertisement
অন্যদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ হওয়া উচিত, জানিয়ে সব রাজ্যকে চিঠি কেন্দ্রের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে সব রাজ্যের মুখ্যসচিবকে দেওয়া হয়েছে এই চিঠি। বায়ূদূষণ নিয়ন্ত্রণে কী কী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, সেটা উল্লেখ করা হয়েছে চিঠিতে। একই সঙ্গে, শিশু, গর্ভবতী মহিলা, প্রবীণ নাগরিক এবং শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায়ভোগা মানুষের চিকিৎসায় পরিকাঠামো উন্নতির কথাও বলা হয়েছে সেই চিঠিতে।
advertisement
আরও পড়ুনঃ একের পর এক হিট! বিয়ের পরেই সব ‘শেষ’…! ২ সন্তানের মা এই নায়িকা আলিয়া, দীপিকার থেকেও ধনী
এছাড়াও জরুরি পরিস্থিতিতে স্কুল, কলেজ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং জরুরি পরিষেবায় যুক্ত নয় এমন ব্যবসায়িক কাজকর্ম বন্ধের সিদ্ধান্ত রাজ্য সরকার। কিছু স্কুল অনলাইন ক্লাস করাচ্ছে। এর পাশাপাশি দিল্লির পরিচিত ট্র্যাফিক নিয়ম, জোড়-বিজোড় রেজিস্ট্রেশন সংখ্যার যানবাহন চালানোর ব্যবস্থাও লাগু হতে পারে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 19, 2024 1:04 PM IST