গঙ্গাজলে সারতে পারে টিবি, কলেরা, হাজা ! জানাচ্ছেন ভারতীয় বিজ্ঞানীরা
Last Updated:
হিন্দু ধর্মে বিশেষ মাহাত্ম্য রয়েছে গঙ্গা জলের ৷ হিন্দু শাস্ত্র মতে, কোনও পুজোই সম্পুর্ণ হতে পারে না গঙ্গাজল ছাড়া৷ হিন্দুরা মনে করেন,
#চণ্ডীগড়: হিন্দু ধর্মে বিশেষ মাহাত্ম্য রয়েছে গঙ্গা জলের ৷ হিন্দু শাস্ত্র মতে, কোনও পুজোই সম্পুর্ণ হতে পারে না গঙ্গাজল ছাড়া৷ হিন্দুরা মনে করেন, শুদ্ধি আনতে গঙ্গাজলের বিকল্প নেই৷
হিন্দু শাস্ত্রের সেই কথাকে অনুসরণ করেই গঙ্গাজলের পবিত্রতায় শিলমোহর দিলেন চণ্ডীগড়ের মাইক্রাবায়াল টেকনোলজি সংস্থা ৷ টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশ হওয়া এক খবর অনুযায়ী, মাইক্রাবায়াল টেকনোলজি সংস্থার বিজ্ঞানীরা এক তথ্য সামনে এনেছে, যে তথ্য জানানো হয়েছে গঙ্গাজলে দূষণের কারণে একরকম ভাইরাস বা ব্যাক্টেরিয়াফাজ দেখা গিয়েছে, যা ব্যাকটেরিয়াকে খেয়ে বেঁচে থাকে !
advertisement
গোটা বিশ্বের বিজ্ঞানীরা প্রথম থেকেই গঙ্গাজলকে অ্যান্টিসেপটিক হিসেবে মেনে এসেছেন ৷ এমনকী, ১৮৯৬ সালে ব্রিটিশ চিকিৎসক হ্যানবরি হ্যানকিন জানিয়ে ছিলেন, হাজার ব্যাকটেরিয়াকে মাত্র তিন ঘণ্টার মধ্যে ধ্বংস করতে পারে গঙ্গাজল ৷
advertisement
মাইক্রাবায়াল টেকনোলজি সংস্থার মতে, গঙ্গাজল থেকে ২০-২৫ রকম ব্যাকটেরিয়াফাজ রয়েছে, যা টিবি, নিউমোনিয়া, কলেরা, মূত্রঘটিত সংক্রমণ জাতীয় ব্যাকটেরিয়াকে খতম করতে পারে ৷
advertisement
এই সংস্থার প্রধান বিজ্ঞানী শনমুগম মেলরাজের কথায়, আমরা গঙ্গাজলকে নানাভাবে পরীক্ষা-নীরিক্ষা করে দেখেছি ৷ আমাদের বিজ্ঞানীরা হরিদ্বার থেকে বেনারস অবধি গঙ্গাজলের নানা জায়গার নমুনা সংগ্রহ করে এই পরীক্ষা-নীরিক্ষা চালিয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 25, 2016 4:15 PM IST