ছত্তিসগঢ়: খুদের বয়স মাত্র ৫, কিন্তু তাতে কী? এই বয়সেই পুলিশের চাকরি পেয়ে গেল ছত্তিসগঢ়ের সুরগুজা জেলার নামান রাজওয়াড়ে। ইতিমধ্যেই ৫ বছর বয়সি নামানকে চাকরির নিয়োগপত্র দিয়েছেন সুরগুজার পুলিশ সুপারিনটেন্ড্যান্ট ভাবনা গুপ্তা।
গোড়া থেকেই বলা যাক। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর সুরগুজা জেলার পুলিশ কনস্টেবল রাজকুমার রাজওয়াড়ে একটি পথ দুর্ঘটনায় মারা যান। বাড়িতে স্ত্রী, ৫ বছরের ছোট্ট ছেলে। রাজকুমারই ছিল পরিবারের একমাত্র রোজগেরে। তাঁর মৃত্যুতে স্বাভাবিকাবেই অসহায় হয়ে পড়ে পরিবার। সমস্যার সমাধানে অনুকম্পামূলক নিয়োগ হিসেবে শিশুটিকে চাকরি দেয় ছত্তিসগঢ় পুলিশ।
নিয়ম অনুযায়ী, ১৮ বছর হলে নামান কনস্টেবলের পূর্ণ পদমর্যাদা পাবে। ৫ বছরের খুদেকে চাকরির নিয়োগপত্র দিচ্ছেন পুলিশের সুপারিন্টেন্ড্যান্ট, এই ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Police Job