দুই ভাইয়ের ষড়যন্ত্রে ব্রাসেলস বিস্ফোরণ, পুলিশ রিপোর্টে উঠে এল তথ্য
Last Updated:
ব্রাসেলস পুলিশের হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য ৷ মঙ্গলবার ব্রাসেলস বিমানবন্দরে হওয়া জোড়া বিস্ফোরণের পিছনে হাত ছিল দুই ভাই খালিদ ও ব্রাহিম এল বাকরোয়ি-র ৷ পুলিশি তথ্যে জানা গিয়েছে, বিমানবন্দরে জঙ্গি হামলার আগেও, এই দুই ভাই বহুবার নানা কারণে ধরা পড়েছল পুলিশের হাতে ৷
#ব্রাসেলস: ব্রাসেলস পুলিশের হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য ৷ মঙ্গলবার ব্রাসেলস বিমানবন্দরে হওয়া জোড়া বিস্ফোরণের পিছনে হাত ছিল দুই ভাই খালিদ ও ব্রাহিম এল বাকরোয়ি-র ৷ পুলিশি তথ্যে জানা গিয়েছে, বিমানবন্দরে জঙ্গি হামলার আগেও, এই দুই ভাই বহুবার নানা কারণে ধরা পড়েছল পুলিশের হাতে ৷
ব্রাসেলস পুলিশের রিপোর্ট অনুযায়ী, খালিদ নকল নাম ভাঙিয়ে ব্রাসেলসে একটা ঘর ভাড়া করে থাকছিল ৷ গত সপ্তাহে, ওই বাড়িতে পুলিশ হানা দিয়ে এক বন্দুকবাজকে হত্যাও করে৷ পুলিশের তল্লাশিতে উঠে আসে আগ্নেয়াস্ত্র ৷ এমনকী, এই বাড়ি থেকে মেলে প্যারিস হামলার মূলচক্রী সালাহ আবদেসলামের হাতের ছাপও ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 23, 2016 2:16 PM IST