Gurugram: জোর করে মুসলিম যুবকের দাড়ি কাটার অপরাধে অভিযুক্ত ৩ গ্রেফতার

Last Updated:

ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে

#গুরগাঁও: ধর্মীয় ভাবাবেগে নির্মম আঘাতের ঘটনা এ বার গুরগাঁওয়ে ৷ জোর করে এক মুসলিম যুবকের দাড়ি কাটল একদল যুবক৷ দাড়ি কাটতে রাজি না-হওয়ায় জফরুদ্দিন নামে ওই যুবককে ব্যাপক মারধরও করা হয় ৷
জফরুদ্দিন পুলিশকে জানিয়েছেন, বুধবার তিনি সেলুনে গিয়েচিলেন চুল কাটতে৷ সেই সময় ওই সেলুনে দুই যুবকও ছিল৷ জফরুদ্দিনকে ওরা বলে, দাড়ি কাটতে হবে৷ জফরুদ্দিন জানান, এটা তাঁর ধর্মীয় আচার৷ তিনি কাটতে পারবেন না৷ তখন ওই যুবকরা মারধর শুরু করে ৷
advertisement
advertisement
সেলুনের কর্মচারিও দাড়ি কাটতে রাজি হচ্ছিলেন না ৷ যুবকরা কর্মচারীকেও মারধর শুরু করে ৷ শেষ পর্যন্ত জোর করে দাড়ি কাটতে বাধ্য করা হয় জফরুদ্দিনকে৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত ৩জনকে গ্রেফতার করেছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Gurugram: জোর করে মুসলিম যুবকের দাড়ি কাটার অপরাধে অভিযুক্ত ৩ গ্রেফতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement