এবার আরও সহজে আপডেট করুন আধার কার্ড !
Last Updated:
নতুন পরিষেবা নিয়ে হাজির UIDAI ৷ এবার আরও সহজে বাড়িতে বসেই আধার কার্ডে নিজের বাড়ির ঠিকানা আপডেট করতে পারবেন ৷
#নয়াদিল্লি: নতুন পরিষেবা নিয়ে হাজির UIDAI ৷ এবার আরও সহজে বাড়িতে বসেই আধার কার্ডে নিজের বাড়ির ঠিকানা আপডেট করতে পারবেন ৷
যারা ঠিকানা বদল করেছেন বা যাদের ভ্যালিড অ্যাড্রেস প্রুফ নেয় তারা একটি গোপন পিন নম্বরের মাধ্যমে সহজে আধার কার্ডে নিজের ঠিকানা আপডেট করতে পারবেন ৷ পরের বছরের ১ এপ্রিল থেকে নতুন এই পরিষেবা চালু করা হতে চলেছে ৷
advertisement
advertisement
UIDAI এর তরফে জানানো হয়েছে যে যাদের কাছে অ্যাড্রেস প্রুফ নেই তারা ভেরিফিকেশনের জন্য আধার লেটারের আবেদন জানাতে পারবেন ৷ লেটার একটি পিন নম্বর থাকবে ৷ চারটি নম্বরের এই পিন দিয়ে SSUP অনলাইন পোর্টালে গিয়ে সহজেই আধার কার্ডে ঠিকানা আপডেট করা যাবে ৷ পরের বছরের পয়লা জানুয়ারি থেকে পরীক্ষামূলক ভাবে চালু করা হবে এই পরিষেবা ৷
advertisement
Location :
First Published :
August 02, 2018 6:02 PM IST