মোদির 'Mission Shakti' ভাষণ নির্বাচনী বিধি লঙ্ঘন করেনি: নির্বাচন কমিশন

Last Updated:

ভোট ঘোষণা হওয়ার পর প্রধানমন্ত্রী এই ধরনের ঘোষণা ভোট প্রচারের সামিল বলে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিরোধীদলগুলি৷ শুক্রবার রাতে কমিশন জানিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রীর ওই ঘোষণা নির্বাচনী বিধি লঙ্ঘন করেনি৷

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মিশন শক্তি' ঘোষণা নির্বাচনী বিধি লঙ্ঘন করেনি বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন৷ ভারতের অ্যান্টি-স্যাটেলাইট মিসাইল দিয়ে লো অরবিট স্যাটেলাইট সফল ভাবে ধ্বংসের খবরটি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জানান প্রধানমন্ত্রী৷ ভোট ঘোষণা হওয়ার পর প্রধানমন্ত্রী এই ধরনের ঘোষণা ভোট প্রচারের সামিল বলে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিরোধীদলগুলি৷ শুক্রবার রাতে কমিশন জানিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রীর ওই ঘোষণা নির্বাচনী বিধি লঙ্ঘন করেনি৷
আরও পড়ুন: বার বার কান মুলছেন মোদি, হাত সরালো বিরক্ত খুদে, ভিডিও ভাইরাল
কমিশন জানিয়েছে, তাদের বিশেষ কমিটি অভিযোগটি খতিয়ে দেখেই সিদ্ধান্ত জানিয়েছে৷ শাসকদল ভোট প্রচারে সরকারি ভাবে মিডিয়াকে ব্যবহার করছে বলে যে অভিযোগ উঠেছিল, তা ঠিক নয়৷ সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি কমিশনের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন৷
সে দিন প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণটি দূরদর্শন বা অল ইন্ডিয়া রেডিয়ো-তে সম্প্রচারিত হয়নি৷ দূরদর্শন জানিয়েছে, তারা সংবাদ সংস্থা ANI থেকে ফিড নিয়ে সম্প্রচার করেছে৷ অল ইন্ডিয়া রেডিয়ো জানিয়েচে, তারা দূরদর্শন থেকে অডিও নিয়েছে৷
advertisement
advertisement
গত বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, মহাকাশ লো অরবিট স্যাটেলাইট ধ্বংস করার এই প্রক্রিয়া ভারতের ইতিহাসে এই প্রথম৷ মাত্র ৩ মিনিটে লো অরবিট স্যাটেলাইটটিকে ধ্বংস করে ভারতের এ স্যাট মিসাইল৷ এই মিশনের সাফল্যের পর ভারত এখন মহাকাশে মহাশক্তিশালী দেশ৷ এই সফল মিশনের জন্য DRDO-কে ধন্যবাদ জানান তিনি৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
মোদির 'Mission Shakti' ভাষণ নির্বাচনী বিধি লঙ্ঘন করেনি: নির্বাচন কমিশন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement