#মুম্বই: ইসকন গ্লোরি অব ইন্ডিয়া কালচারাল সেন্টারে ৮০০ কেজি গীতার উদ্বোধন অনুষ্ঠান ৷ সেই অনুষ্ঠানে যেতে দিল্লি মেট্রোতে সওয়ার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বালাকোটে ভারতীয় বায়ুসেনার হানার পরে রীতিমতো সাড়া পড়েছে আন্তর্জাতিক মহলে।
কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারাটাদিন কাটালেন বিভিন্ন ব্যস্ততার মধ্যেই ৷ কড়া নিরাপত্তায় মুড়ে থাকা কনভয় ছেড়ে উঠে পড়েন মেট্রোতে ৷ একইভাবে মেট্রোর মধ্যে প্রধানমন্ত্রীকে দেখে প্রথমটায় হকচকিয়ে যান মেট্রোযাত্রীরা ৷
প্রধানমন্ত্রী মেট্রোতে যে আসনটিতে বসেছিলেন, সেটি ফাঁকাই রাখা হয়েছিল নিরাপত্তার কারণে ৷ মোদি নিজেই যাত্রীদের তাঁর পাশে বসতে বলেন ৷ প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে স্বাভাবিকভাবেই ছবি তোলার হিড়িক পড়ে যায় ৷ চলে সেলফি তোলার আবদারও ৷ আর তাঁদের আবদারে সাড়া দিয়ে দেদার সেলফি, গ্রুপফি তোলেন মোদি ৷ আর এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে এসে বসেছিলেন এক ব্যক্তি ৷
তাঁর কোলে ছিল ফুটফুটে একটি ছোট্ট ৷ ওই খুদের হাসিতে মুগ্ধ মোদি ৷ তার সঙ্গে খুনসুটিতে মেতে উঠলেন প্রধানমন্ত্রী ৷ অন্যদের সঙ্গে সেলফি তুলতে তুলতে ওই শিশুটির কানটি আলতো করে ধরতে থাকেন নরেন্দ্র মোদি ৷ দু’জনের মধ্যে চলতে থাকে হাসি-ঠাট্টা ৷ প্রধানমন্ত্রী আবার তার কান ধরতে গেলে হাত দিয়ে সরিয়ে দেয় ওই পুঁচকে ৷ সেই মিষ্টি ভিডিওটিই নিজেই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন খোদ মোদিই ৷ সেই ভিডিও’র ক্যাপশনে মোদি লিখেছেন, ‘‘আমার মিষ্টি ছোট্ট বন্ধুর সঙ্গে ৷ দেখুন...’’ সেই ভিডিওটি প্রায় ৪৪ লক্ষ মানুষ ইতিমধ্যে দেখে ফেলেছেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Adorable Young Friend, Instagram Video, PM, Prime Minister