বারবার কান মুলছেন মোদি, হাত সরালো বিরক্ত খুদে, ভিডিও ভাইরাল

Last Updated:
#মুম্বই: ইসকন গ্লোরি অব ইন্ডিয়া কালচারাল সেন্টারে ৮০০ কেজি গীতার উদ্বোধন অনুষ্ঠান ৷ সেই অনুষ্ঠানে যেতে দিল্লি মেট্রোতে সওয়ার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বালাকোটে ভারতীয় বায়ুসেনার হানার পরে রীতিমতো সাড়া পড়েছে আন্তর্জাতিক মহলে।
কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারাটাদিন কাটালেন বিভিন্ন ব্যস্ততার মধ্যেই ৷ কড়া নিরাপত্তায় মুড়ে থাকা কনভয় ছেড়ে উঠে পড়েন মেট্রোতে ৷ একইভাবে মেট্রোর মধ্যে প্রধানমন্ত্রীকে দেখে প্রথমটায় হকচকিয়ে যান মেট্রোযাত্রীরা ৷
প্রধানমন্ত্রী মেট্রোতে যে আসনটিতে বসেছিলেন, সেটি ফাঁকাই রাখা হয়েছিল নিরাপত্তার কারণে ৷ মোদি নিজেই যাত্রীদের তাঁর পাশে বসতে বলেন ৷ প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে স্বাভাবিকভাবেই ছবি তোলার হিড়িক পড়ে যায় ৷ চলে সেলফি তোলার আবদারও ৷ আর তাঁদের আবদারে সাড়া দিয়ে দেদার সেলফি, গ্রুপফি তোলেন মোদি ৷ আর এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে এসে বসেছিলেন এক ব্যক্তি ৷
advertisement
advertisement
তাঁর কোলে ছিল ফুটফুটে একটি ছোট্ট ৷ ওই খুদের হাসিতে মুগ্ধ মোদি ৷ তার সঙ্গে খুনসুটিতে মেতে উঠলেন প্রধানমন্ত্রী ৷ অন্যদের সঙ্গে সেলফি তুলতে তুলতে ওই শিশুটির কানটি আলতো করে ধরতে থাকেন নরেন্দ্র মোদি ৷ দু’জনের মধ্যে চলতে থাকে হাসি-ঠাট্টা ৷ প্রধানমন্ত্রী আবার তার কান ধরতে গেলে হাত দিয়ে সরিয়ে দেয় ওই পুঁচকে ৷ সেই মিষ্টি ভিডিওটিই নিজেই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন খোদ মোদিই ৷ সেই ভিডিও’র ক্যাপশনে মোদি লিখেছেন, ‘‘আমার মিষ্টি ছোট্ট বন্ধুর সঙ্গে ৷ দেখুন...’’ সেই ভিডিওটি প্রায় ৪৪ লক্ষ মানুষ ইতিমধ্যে দেখে ফেলেছেন ৷
advertisement

With my adorable young friend. Watch.

A post shared by Narendra Modi (@narendramodi) on

advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
বারবার কান মুলছেন মোদি, হাত সরালো বিরক্ত খুদে, ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement