PM Narendra Modi: "সরকার গড়া সহজ, কিন্তু বিজেপি তো দেশ গড়তে চায়," দাবি প্রধানমন্ত্রী মোদির

Last Updated:

Har Ghar Jal: প্রধানমন্ত্রী বলেন, “আজ দেশের ১০ কোটি গ্রামীণ পরিবারকে পাইপযুক্ত বিশুদ্ধ জলের সুবিধার সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এটি প্রতি ঘরে জল পৌঁছে দেওয়ার সরকারের প্রচারের একটি বড় সাফল্য।”

ফাইল ছবি
ফাইল ছবি
#নয়াদিল্লি: “যারা দেশের কথা চিন্তা করে না, তারাই দেশের সমস্যার প্রতি উদাসীন থাকে,” এভাবেই শুক্রবার দেশের বিরোধী দলগুলিকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত আট বছরে এনডিএ সরকারের প্রচেষ্টার প্রশংসা করে নরেন্দ্র মোদি জানান, সরকার গঠন করা সহজ, কিন্তু বিজেপি দেশ গঠনের পথ বেছে নিয়েছে... যা কঠোর পরিশ্রমের কাজ। ‘হর ঘর জল’ অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদি বলেন, “সরকার গঠন করতে এত পরিশ্রমের প্রয়োজন হয় না, তবে দেশ গঠনের জন্য কঠোর পরিশ্রম অপরিহার্য।”
প্রধানমন্ত্রী বলেন, “আমরা (বিজেপি সরকার) দেশ গঠনের পথ বেছে নিয়েছি। তাই, আমরা বর্তমান এবং ভবিষ্যৎ দুইয়েরই চ্যালেঞ্জ মোকাবিলা ও সমাধান করার জন্য লাগাতার কাজ করছি।” বিরোধী দলগুলোকে কটাক্ষ করে তিনি আরও বলেন, “যারা জাতির কথা চিন্তা করে না, তারা এসব সমস্যার প্রতি কোনও উদ্বেগ বা আগ্রহ দেখায় না। তারা জলের ব্যবস্থা করার জন্য বড় বড় প্রতিশ্রুতি দিতে পারে, কিন্তু কখনোই দূরদৃষ্টি নিয়ে কাজের কাজ করবে না।”
advertisement
advertisement
প্রধানমন্ত্রী গত মাসে ‘পাইয়ে দেওয়ার’ রাজনীতির বিরুদ্ধে সতর্ক করেন। তাঁর অভিযোগ, কিছু রাজনৈতিক দল ভোট টানতে এই প্রতিশ্রুতি ও বিনামূল্যের সুবিধা দেওয়ায় জড়িত। সোমবার, সুপ্রিম কোর্ট নির্বাচনী প্রচারের সময় জনসাধারণের তহবিল থেকেই বিনামূল্যে জিনিস বিতরণ করার রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতির বিরুদ্ধে একটি আবেদনের শুনানি স্থগিত করে। শনিবারের মধ্যে দলগুলিকে তাদের পরামর্শ জানাতে বলে সুপ্রিম কোর্ট জানায়, জনগণের অর্থ সঠিক উপায়ে ব্যয় করা নিয়ে চিন্তিত আদালত।
advertisement
প্রধানমন্ত্রী আজ একটি ভিডিও বার্তার মাধ্যমে জল জীবন মিশনের অধীনে ‘হর ঘর জল’ উৎসবে ভাষণ দেন। অনুষ্ঠানটি আয়োজিত হয় গোয়ার পানাজিতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। প্রধানমন্ত্রী জন্মাষ্টমী উপলক্ষ্যেও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
advertisement
প্রধানমন্ত্রী বলেন, “আজ দেশের ১০ কোটি গ্রামীণ পরিবারকে পাইপযুক্ত বিশুদ্ধ জলের সুবিধার সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এটি সরকারের প্রতি ঘরে জল পৌঁছে দেওয়ার প্রচারের একটি বড় সাফল্য।”
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
PM Narendra Modi: "সরকার গড়া সহজ, কিন্তু বিজেপি তো দেশ গড়তে চায়," দাবি প্রধানমন্ত্রী মোদির
Next Article
advertisement
Pallab Kirtania Controversy: লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? সমাজমাধ্যমে বিস্ফোরক অভিযোগ শিল্পী পল্লব কীর্ত্তনীয়ার!
লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? বিস্ফোরক অভিযোগ পল্লব কীর্ত্তনীয়ার!
  • আবারও শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ। এবার সরব হলেন সঙ্গীত শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। লগ্নজিতার হয়ে পাশে দাঁড়ানোয় তাঁর গানের অনুষ্ঠান বাতিল করে দেওয়ার অভিযোগ তুললেন শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমন  দিকে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কার্ড ছাপানো হয়ে গেলেও রাজনৈতিক চাপেই বড়দিনে তাঁর অনুষ্ঠান বাতিল করেছেন উদ্যোক্তারা।

VIEW MORE
advertisement
advertisement