Dolo Medicine Tablet: ৬৫০ মিলিগ্রামের ওষুধই প্রেস্ক্রাইব করতে হবে, ডাক্তারদের ১০০০ কোটির 'ঘুষ' ওষুধ নির্মাতাদের!

Last Updated:

Supreme Court: ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুরলো দাবি, তাঁদের শাস্তি পাওয়া উচিত নয়। শাস্তি পাওয়া উচিত ঘুষখোর ডাক্তারদের।

Dolo Tablets
Dolo Tablets
#নয়াদিল্লি: রোগীদের ৬৫০ মিলিগ্রামের জ্বর কমানোর ওষুধ প্রেসক্রাইব করতে হবে, এই দাবিতে ডাক্তারদের উপঢৌকন দিতে ১০০০ কোটি টাকা খরচ করেছে ডলো ট্যাবলেট প্রস্তুতকারকরা! ডলো ট্যাবলেট নির্মাতাদের বিরুদ্ধে সম্প্রতি একটি এনজিও এই বিষয়টি উত্থাপিত করে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট একে ‘গুরুতর সমস্যা’ হিসাবে অভিহিত করেছে। নিজেদের তৈরি ৬৫০ মিলিগ্রাম অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ট্যাবলেট প্রেসক্রাইব করাতে ডাক্তারদের প্রায় ১,০০০ কোটি টাকা মূল্যের ‘উপহার’ বিতরণ করেছে এই ওষুধ প্রস্তুতকারক সংস্থা।
পিটিশনকারী ‘ফেডারেশন অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’-এর পক্ষে সিনিয়র অ্যাডভোকেট সঞ্জয় পারিখ এবং অ্যাডভোকেট অপর্ণা ভাট বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং এএস বোপান্নার একটি বেঞ্চকে জানান, ৫০০ মিলিগ্রাম পর্যন্ত যে কোনও ট্যাবলেটের বাজার মূল্য নিয়ন্ত্রণ করে সরকারের মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কিন্তু ৫০০ মিলিগ্রামের ওপরে ওষুধের দাম নির্ধারণ করতে পারে সংশ্লিষ্ট ফার্মা কোম্পানি।
advertisement
advertisement
সঞ্জয় পারিখের অভিযোগ, বেশি মুনাফা নিশ্চিত করতে ডলো ট্যাবলেট প্রস্তুতকারী সংস্থাটি ৬৫০ মিলিগ্রাম ওষুধ লিখে দেওয়ার জন্য ডাক্তারদের ‘উপঢৌকন’ বিতরণ করেছে। “আপনি যা বলছেন এটি ঠিক সেই ওষুধ যেটা আমার সম্প্রতি কোভিড হওয়ার সময় খেয়েছি। এটি একটি গুরুতর সমস্যা এবং আমরা বিষয়টি দেখছি,” বলেন বিচারপতি চন্দ্রচূড়।
advertisement
বিচারপতিদের বেঞ্চ অতিরিক্ত সলিসিটার জেনারেল কে এম নটরাজকে ১০ দিনের মধ্যে আবেদনকারীর আবেদনের প্রতিক্রিয়া দাখিল করতে বলে। ২৯ সেপ্টেম্বর পরবর্তী শুনানি হবে।
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) ১৩ জুলাই ডোলো-৬৫০ ট্যাবলেটের নির্মাতাদের ‘অনৈতিক কাজে’ লিপ্ত হওয়া এবং চিকিত্সক ও চিকিত্সা সংক্রান্ত পেশায় যুক্তদের প্রায় ১,০০০ কোটি টাকা মূল্যের ‘উপহার’ বিতরণের অভিযোগে অভিযুক্ত করে। আয়কর বিভাগ ৬ জুলাই নয়টি রাজ্য জুড়ে বেঙ্গালুরুর মাইক্রো ল্যাবস লিমিটেডের ৩৬ টি জায়গায় অভিযান চালানোর পরেই এই অভিযোগ ওঠে।
advertisement
সঞ্জয় পারিখ জানান, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুরলো দাবি, তাঁদের শাস্তি পাওয়া উচিত নয়। শাস্তি পাওয়া উচিত ঘুষখোর ডাক্তারদের। তিনি বলেন, “সরকারের এই দিকটি খতিয়ে দেখা উচিত কারণ আমরা সবাই জানি রেমডেসিভির ইনজেকশন এবং সেই জাতীয় অন্যান্য ওষুধের সঙ্গে কী ঘটেছিল।”
advertisement
পিটিশনে দাবি করা হয়েছে, বিক্রয় কৌশল নামে চালালেও প্রকৃতপক্ষে, ওষুধের বিক্রি বৃদ্ধির বিনিময়ে ডাক্তারদের (উপহার এবং বিনোদন, বিদেশ ভ্রমণ, আতিথেয়তা এবং অন্যান্য সুবিধা) প্রত্যক্ষ বা পরোক্ষ সুবিধা দেওয়া হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Dolo Medicine Tablet: ৬৫০ মিলিগ্রামের ওষুধই প্রেস্ক্রাইব করতে হবে, ডাক্তারদের ১০০০ কোটির 'ঘুষ' ওষুধ নির্মাতাদের!
Next Article
advertisement
Pallab Kirtania Controversy: লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? সমাজমাধ্যমে বিস্ফোরক অভিযোগ শিল্পী পল্লব কীর্ত্তনীয়ার!
লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? বিস্ফোরক অভিযোগ পল্লব কীর্ত্তনীয়ার!
  • আবারও শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ। এবার সরব হলেন সঙ্গীত শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। লগ্নজিতার হয়ে পাশে দাঁড়ানোয় তাঁর গানের অনুষ্ঠান বাতিল করে দেওয়ার অভিযোগ তুললেন শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমন  দিকে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কার্ড ছাপানো হয়ে গেলেও রাজনৈতিক চাপেই বড়দিনে তাঁর অনুষ্ঠান বাতিল করেছেন উদ্যোক্তারা।

VIEW MORE
advertisement
advertisement