Rishi Sunak Janmashtami Celebration: 'হিন্দু ঐতিহ্য' ভোলেননি! ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচনের আগে কৃষ্ণের আশীর্বাদ চাইলেন সস্ত্রীক ঋষি সুনক

Last Updated:

Janmashtami 2022: সম্প্রতি ভারতের বাইরের হিন্দু সম্প্রদায় এবং সমিতিগুলির সমর্থনও অর্জন করেছেন ঋষি সুনক।

জন্মাষ্টমী পালন করছেন কনজারভেটিভ পার্টির নেতৃত্ব এবং ব্রিটিশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদের প্রতিদ্বন্দ্বী ঋষি সুনক। কৃষ্ণের জন্মদিন, জন্মাষ্টমীর আগে স্ত্রী অক্ষতা মূর্তির সঙ্গে হার্টফোর্ডশায়ারের ভক্তিবেদান্ত মনোর মন্দির পরিদর্শন করেন ঋষি সুনক। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার লক্ষ্যে কৃষ্ণের কাছে আশীর্বাদ চাইলেন সুনক ও অক্ষতা। “আজ আমি আমার স্ত্রী অক্ষতার সঙ্গে ভক্তিবেদান্ত মনোর মন্দিরে গিয়েছিলাম জনপ্রিয় হিন্দু উত্সব ভগবান কৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উদযাপন করতে,” সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন ঋষি সুনক।
বিদেশে থাকলেও ভারতীয় ভক্তির শিকড় ভোলেননি ঋষি। রিচমন্ডের (ইয়র্কস) ভারতীয় বংশোদ্ভূত সাংসদ সুনক এর আগে বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের অর্থমন্ত্রী হিসাবে দীপাবলিও উদযাপন করেছিলেন। যুক্তরাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী দীপাবলিতে দরজার বাইরে প্রদীপ জ্বালিয়েছিলেন। ঋষি সুনক এর আগেও জানিয়েছেন যে তিনি হিন্দু আচরণ অনুসরণ করেই চলেন।
advertisement
advertisement
সম্প্রতি ভারতের বাইরের হিন্দু সম্প্রদায় এবং সমিতিগুলির সমর্থনও অর্জন করেছেন ঋষি সুনক। এই মাসের শুরুতেই যুক্তরাজ্যের কিছু বাসিন্দা সুনকের সাফল্যের জন্য প্রার্থনা করে যজ্ঞের আয়োজনও করেছিলেন। ঋষি সুনক মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও সমর্থন পেয়েছেন। রক্ষণশীল হিন্দু দল রিপাবলিকান হিন্দু কোয়ালিশন (আরএইচসি) তাঁকে সমর্থন করেছে।
advertisement
পররাষ্ট্র সচিব লিজ ট্রুসের কাছ থেকে অবশ্য কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছেন ঋষি সুনক। স্কাই নিউজের একটি সমীক্ষায় দেখা গিয়েছে, লিজ তাঁর প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩২ পয়েন্ট এগিয়ে রয়েছেন। কমপক্ষে ৩৪% টোরি সদস্যরা জানিয়েছেন তাঁরা ঋষি সুনককে ভোট দেবেন এবং কমপক্ষে ৬৬% মত রয়েছে লিজ ট্রুসের প্রতি।
advertisement
স্কাই নিউজ পোলে অংশগ্রহণকারী উত্তরদাতাদের অন্তত ৫৭% নিজেদের ভোট দিয়েছেন এবং ৩৮শতাংশের মত এখনও বাকি। যাঁরা ভোট দিয়েছেন তাঁদের মধ্যে ৬৮% ট্রুসকে এবং ৩১% ঋষি সুনককে ভোট দিয়েছেন।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Rishi Sunak Janmashtami Celebration: 'হিন্দু ঐতিহ্য' ভোলেননি! ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচনের আগে কৃষ্ণের আশীর্বাদ চাইলেন সস্ত্রীক ঋষি সুনক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement