লোকসভায় আমার সামনে ১৫ মিনিটও টিকতে পারবেন না মোদি: রাহুল গান্ধি
Last Updated:
আচ্ছে দিন ? কিসের আচ্ছে দিন ? দেশের গরীব-কৃষকদের পরিস্থিতি একটুও বদলায়নি ৷
#নয়াদিল্লি: আচ্ছে দিন ? কিসের আচ্ছে দিন ? দেশের গরীব-কৃষকদের পরিস্থিতি একটুও বদলায়নি ৷ আজও চাষীরা চাষের সঠিক মূল্য পান না ৷ তবে, দেশের হাতেগোনা ১৫ জনের ভাগ্যের শিঁকে অবশ্য ছিঁড়েছে ৷ এদের মধ্যে রয়েছেন নীরব মোদি এবং মেহুল চোকসি ৷ সাধারণ মানুষের টাকা পকেটে পুড়ে তারা বিদেশে বহাল তবিয়তে ঘুরে বেরাচ্ছেন ৷ মঙ্গলবার মোদি সরকারের উপরে এভাবেই ক্ষোভ উগড়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সংসদে ভাষণ দিতে ভয় পান ৷ মেহুল-মোদি নিয়ে একটি টুঁ শব্দ তিনি করেন না ৷ যদি আমাকে ১৫ মিনিট সময় দেওয়া হত ভাষণ দেওয়ার জন্য তাহলে আমার সামনে উনি দাঁড়াতে পারবেন না ৷ ’
শুধু ‘আচ্ছে দিন’ নিয়ে মোদি সরকারকে খোঁচা দেওয়াই নয় ৷ লোকসভা ভোটের আগে দেশের শাসক দলকে চাপে রাখতে ফের রাফায়েল যুদ্ধ বিমান কেনা নিয়ে অস্বচ্ছতার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধলেন রাহুল গান্ধী ৷ ফ্রান্স থেকে ৩৬ টি ফাইটার জেট বা যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে মোদীর সরকার। এর জন্য ভারত সরকার আর ফ্রান্সের ডাসল্ট অ্যাভিয়েশন কোম্পানির মধ্যে ৭.৮৭ বিলিয়ান ইউরোর চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। আর এখানেই তোপ দেগেছেন কংগ্রেস সভাপতি ৷ এই প্রসঙ্গে রাহুল গান্ধি বলেন, প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পর্ক থাকার কারণে এই বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ মোদি সরকার ৷ আর এতেই রাফায়েল নিয়ে বিতর্ক আরও জোরাল হয় ৷ এই প্রসঙ্গে রাহুল গান্ধি বলেন, রাফায়েল চুক্তির নামে ‘চুরি’ করা হয়েছে ৷
advertisement
advertisement
একইসঙ্গে নীরব মোদি এবং মেহুল চোকসিকে নিয়েও এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দিলেন রাহুল গান্ধি ৷ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নীরব মোদিকে ব্যক্তিগতভাবে চেনে ৷ প্রধানমন্ত্রী নীরব মোদিকে নাম ধরেই ডাকেন ৷ এমনকী, মেহুল চোকসিকে মেহুল ভাই বলে ডাকেন প্রধানমন্ত্রী ৷’ একইসঙ্গে তিনি মোদি সরকারের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, কার ‘আচ্ছে দিন’ এসেছে ? মোদিজি কথা দিয়েছিলেন যে, দেশে মোদি সরকার ক্ষমতায় এলে দেশে আচ্ছে দিন আসবে ৷ কিন্তু আচ্ছে দিন কোথায় এসেছে ?
advertisement
একইসঙ্গে এদিন আমেঠির একটি সরকারি স্কুলেও উপস্থিত হন তিনি ৷ সেখানে ছাত্র ছাত্রীরা রাহুল গান্ধির উদ্দেশে প্রশ্ন করেন, ‘মোদি সরকার দেশের প্রত্যন্ত গ্রামগুলির উন্নয়নের জন্য একাধিক আইন তৈরি করেছেন ৷ কিন্তু সেগুলি রূপায়ন কেন হচ্ছে না ?’ এই প্রশ্নের উত্তরে রাহুল গান্ধি বলেন, ‘এই প্রশ্নটা আপনি নরেন্দ্র মোদিকে জিজ্ঞেস করুন ৷ কারণ আমার সরকার দেশ শাসন করছে না ৷ যদি কংগ্রেস কোনওদিন দেশ শাসন করে তাহলে নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করবেন ৷’ রাহুলের এই উত্তরের পরই হাসির রোল ওঠে দর্শকাসনে ৷ কারণ সংসদ থেকে কোনও একটি আইন পাশ হলে সেটি কোনও রাজ্যে প্রযোজ্য করার দায়িত্ব থাকে রাজ্য সরকারের উপরে ৷ কেন্দ্রীয় সরকারের নয় ৷ তিনি এটি জেনে বলেছেন ? নাকি অজান্তে বলেছেন ? সেই বিষয়টি অবশ্য স্পষ্ট নয় ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 17, 2018 3:18 PM IST