বদলি নিয়ে ক্ষোভ, নিখোঁজ হওয়া ভারতীয় সেনা যোগ দিলেন হিজবুলে

Last Updated:

গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি ৷ মঙ্গলবার খবর এল নিষিদ্ধ জঙ্গী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান মীর ইদ্রিস সুলতান ৷

#নয়াদিল্লি: গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি ৷ মঙ্গলবার খবর এল নিষিদ্ধ জঙ্গী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান মীর ইদ্রিস সুলতান ৷
নিখোঁজ হওয়ার দু’দিন পর গত সোমবার রাজ্য পুলিসের কাছে ছেলের নিখোঁজ হওয়ার সম্পর্কে অভি‌যোগ করেছিলেন মীরের বাবা মহম্মদ সুলতান মীর। এরপর আজই হাতে একে৪৭ নিয়ে মীরের একটি ছবি প্রকাশ্যে আসে ৷ এই ছবি দেখিয়েই হিজবুল দাবি করেছে, তাদের সঙ্গে যোগ দিয়েছেন ইদ্রিস ৷
advertisement
advertisement
১২ জম্মু অ্যান্ড কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রিতে সেপাই ছিলেন মির। প্রথমে বিহারের কাঠিয়ারে থাকলেও পরে ঝাড়খণ্ডে বদলি হয়ে যাওয়ায় অসন্তুষ্ট ছিলেন তিনি ৷ কাশ্মীরের সোপিয়ান জেলার সাফনগরীর বাসিন্দা মীর ১২ তারিখ নিজের গ্রামে ফিরেছিলেন ৷ পুলিশ সূত্রে খবর, ওই এলাকা থেকে আরও দুই যুবককে নিয়ে ১৪ তারিখ নিখোঁজ হয়ে যান ইদ্রিস ৷ পরে জানা যায়, হিজবুলে যোগ দিয়েছেন ওই তিনজন ৷ মীরের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বদলি নিয়ে ক্ষোভ, নিখোঁজ হওয়া ভারতীয় সেনা যোগ দিলেন হিজবুলে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement