দেশজুড়ে ভরা বর্ষার পূর্বাভাস দিল মৌসম ভবন
Last Updated:
গোটা চৈত্র মাসটাই ঝড়-বৃষ্টির বেশ মনোরম রেশে কেটেছে রাজ্যবাসীর ৷ কিন্তু বৈশাখ পড়তে না পড়তেই ঘূর্ণাবর্ত কেটে গিয়ে গনগনে রোদের দাপটে নাভিশ্বাস উঠছে মানুষের ৷
#নয়াদিল্লি: গোটা চৈত্র মাসটাই ঝড়-বৃষ্টির বেশ মনোরম রেশে কেটেছে রাজ্যবাসীর ৷ কিন্তু বৈশাখ পড়তে না পড়তেই ঘূর্ণাবর্ত কেটে গিয়ে গনগনে রোদের দাপটে নাভিশ্বাস উঠছে মানুষের ৷ তবে এর মধ্যেও আশার কথা শোনাল দিল্লির মৌসম ভবন ৷ আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এ বছর নির্দিষ্ট সময়েই আসছে বর্ষা ৷ বৃষ্টিপাতও হবে স্বাভাবিক পরিমাণেই ৷ এই খবরে স্বভাবতই হাসি ফুটেছে কৃষিজীবী মানুষদের মুখে ৷ কারণ মৌসম ভবনের কথা মতো বর্ষা এলে একদিকে মরশুমী ফসল তোলা হয়ে যাবে। আবার পরবর্তী ফসলও ভাল হবে, নষ্ট হবে না।
মৌসম ভবন সূত্রে খবর, দক্ষিণ–পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব শক্তিশালী থাকার ফলে এ বছর ৯৭ শতাংশ বৃষ্টিপাত হবে। তবে কোনও কোনও রাজ্যে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হবে বলেও জানানো হয়েছে ৷ ৯৬ শতাংশ ১০৪ শতাংশের মধ্যে থাকলে তাকে স্বাভাবিক বৃষ্টিপাত বলে ধরে নেওয়া হয়। আবার ৯০ শতাংশের নীচে বৃষ্টিপাত হলে তাকে ঘাটতি বৃষ্টি বলা হয়।
advertisement
advertisement
ভারতের মতো কৃষিপ্রধান দেশে মৌসুমী বায়ুর প্রভাব অত্যন্ত বেশি ৷ কৃষি উৎপাদনের সঙ্গে এর যোগও রয়েছে সরাসরি ৷ মৌসুমী বায়ুর খাম খেয়ালিপনার উপর অনেকটাই নির্ভর করে এ দেশের বাজার,অর্থনীতি এমনকি রাজনীতিও ৷
কেন্দ্রীয় মৌসম ভবনের প্রধান কে জে রমেশ বলেন, ‘‘এ বছর দেশের কোথাও কম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী ১৫ মে থেকে বর্ষা আসবে বলে মনে করা হচ্ছে। ভারত এবার তৃতীয়বার স্বাভাবিক বর্ষার সাফল্য পাবে।’’
view commentsLocation :
First Published :
April 17, 2018 9:01 AM IST

