PM Modi Speech: বড় কোনও ঘোষণা কেন্দ্রীয় সরকারের? বিকেল সাড়ে পাঁচটায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

Last Updated:

PM Modi Speech: আর তারপরেই খবর এল, বিকেল সাড়ে পাঁচটায় জাতির উদ্দেশ্য ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাতেই তৈরি হয়েছে জল্পনা, ঠিক কী বলতে চলেছেন প্রধানমন্ত্রী৷

নয়াদিল্লি: ভোটের মুখেই বড় কোনও ঘোষণার সম্ভাবনা? দুপুরের পর থেকে শোনা যায়, আজ রাতেই সিএএ-এর বিজ্ঞপ্তি জারি করতে পারে কেন্দ্রীয় সরকার৷ আর তারপরেই খবর এল, বিকেল সাড়ে পাঁচটায় জাতির উদ্দেশ্য ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাতেই তৈরি হয়েছে জল্পনা, ঠিক কী বলতে চলেছেন প্রধানমন্ত্রী৷
সিএএ কবে কার্যকর হবে, তা নিয়ে আলোচনার শেষ নেই৷ কী ভাবেই বা এই আইন কার্যকর করা হবে, তা নিয়েও নানা জল্পনা আছে৷ তবে দেশের নাগরিকত্ব দেওয়ার এই আইন যে কার্যকর হবেই তা আগে থেকেই ঘোষণা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এ বার সেটিই কার্যকর করার পথে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার? সূত্র মারফত তেমনই খবর মিলেছে৷ কিন্তু প্রধানমন্ত্রী সেই বিষয়ে কিছু বলবেন কি না, তা নিয়েই এখন শুরু হয়েছে জল্পনা৷
advertisement
advertisement
ভোটের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ নিয়ে নানারকম জল্পনা ইতিমধ্যে শুরু হয়েছে৷ তবে রাজনৈতিক মহলের মতে, মনে করা হচ্ছে, এদিন সিএএ নিয়েই ঘোষণা করতে পারেন৷ যদি সেই ঘোষণা ভোটের মুখে করা হয়, তা হলে ভোটের ময়দানে রাজনৈতিক সমীকরণ অনেকটাই পাল্টে যাবে, পাল্টে যাবে ভোটের ইস্যু৷ 
যদিও আগাগোড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে গিয়েছেন, তিনি সিএএস ও এনআরসি কোনও ভাবেই করতে দেবেন না৷ কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধিতার একাধিক প্রশ্নের পাশাপাশি, বারংবার তিনি সিএএ ও এনআরসি নিয়েও বিরোধিতার কথা প্রকাশ করেছেন৷ এর পর তিনি কী অবস্থান গ্রহণ করেন, সেদিকেও তাকিয়ে থাকবেন অনেকে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi Speech: বড় কোনও ঘোষণা কেন্দ্রীয় সরকারের? বিকেল সাড়ে পাঁচটায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement