Brahma Kamal Cap: লোকশিল্পে 'আচ্ছে দিন'! প্রধানমন্ত্রীর জন্য ব্রহ্ম কমল টুপি বানিয়ে প্রত্যাশী শিল্পীরা
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Brahma Kamal Cap: টুপিটি প্রথম তৈরি হয় ২০১৭ সালে এবং গত পাঁচ বছরের বেশি বছরে প্রায় ৮,০০০ টি টুপি বিক্রি হয়েছে।
#উত্তরাখণ্ড: ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে (73rd Republic Day) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) মাথায় উঠেছে উত্তরাখণ্ডের ‘ব্রহ্ম কমল’ টুপি (Brahma Kamal Cap)। আর টেলিভিশনের পর্দায় বসে সেই দৃশ্য দেখেই আপ্লুত মুসৌরির বাসিন্দা সমীর শুক্লা! বুধবার দিল্লিতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাজের অংশ এই টুপিটি তৈরি করেছেন সমীর ও তাঁর স্ত্রী।
হিমালয় অঞ্চলের স্থানীয় কারিগরদের শিল্প প্রচারের জন্য সোহম নামে একটি জাদুঘরও চালান সমীর। তিনি জানান, প্রধানমন্ত্রী মোদির ‘ব্রহ্ম কমল টুপি’ (Brahma Kamal Cap) তিনি এবং তাঁর স্ত্রী মিলে ডিজাইন করেন সেই ২০১৭ সালে। উত্তরাখণ্ড গঠন দিবসে এই টুপিটি মানুষের সামনে আনা হয়। স্থানীয় শিল্প ও সংস্কৃতির প্রতি প্রতি শ্রদ্ধা জানাতেই এই টুপিটি তৈরি করেন তাঁরা।
advertisement
advertisement
উত্তরাখণ্ডের বাসিন্দারা সাধারণত একটি সাদা ‘নেহেরু টুপি’ পরেন। গাড়ওয়াল অঞ্চলে একই ধরনের একটি কালো টুপি ব্যবহার করেন লোকজন। জৌনসার অঞ্চলের স্থানীয়রা এমন একটি টুপি পরেন যা দেখতে ‘হিমাচলি টুপি’র কাছাকাছি।
advertisement
“প্রতিটি রাজ্যের নিজস্ব পোশাক বা টুপি জাতীয় জিনিস রয়েছে। কিন্তু উত্তরাখণ্ডে, রাজ্য হিসেবে উত্তরাখণ্ডের স্বতন্ত্র পরিচয়কে বহন করে এমন কিছু আমাদের ছিল না। ফলত, আমরা একটা টুপি (Brahma Kamal Cap) বানানোর সিদ্ধান্ত নিই,” ফোনে নিউজ ১৮-কে বলেন সমীর শুক্লা। টুপিটা ঠিক কেমনভাবে বানানো যায় তা ভাবার সময়ই এই দম্পতি বুঝতে পেরেছিলেন ট্রেন্ডি এবং একটু অন্যরকমের হতে হবে এই টুপিটিকে, যাতে অল্পবয়সীরাও তা পরতে পারে।
advertisement
“আমরা ব্রহ্ম কমলের (রাজ্য ফুল) নামে টুপির নাম রেখেছি। এছাড়াও, সামনের দিকে চারটে সরু রেখার মতো নকশা করা হয়েছে যেটাতে এই টুপিটিকে আরও সুন্দর দেখাচ্ছে,” বলেন সমীর। টুপিটি প্রথম তৈরি হয় ২০১৭ সালে এবং গত পাঁচ বছরের বেশি বছরে প্রায় ৮,০০০ টি টুপি বিক্রি হয়েছে।
তিনি আরও জানান, স্থানীয় কারিগররা এই টুপি তৈরি করেন এবং যথোপযুক্ত উপার্জনও করেন। অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমেই ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া যায় এই টুপি।
advertisement
‘পাহাড়ি স্টোর-এর মালিক দেরাদুনের যুবক রমন সাইলি অন্যান্য অনেক জিনিসের পাশাপাশি ‘ব্রহ্ম কমল’টুপিও বিক্রি করেন। একজন বিজেপি সাংসদ তাঁর কাছে এসে যখন টুপিটি সম্পর্কে জিজ্ঞাসা করেন বেশ অবাকই হয়েছিলেন রমন। স্থানীয়রা জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদির উত্তরাখণ্ডের টুপি পরা হিমালয় রাজ্যের সমস্ত কারিগরদের জন্য বিশাল বড়ো ব্যাপার। স্থানীয় কারবারের “আচ্ছে দিন”-এর স্বপ্নও দেখতে শুরু করেছেন তারা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 26, 2022 9:06 PM IST