মেট্রোয় সওয়ারি প্রধানমন্ত্রী, আবদার মেনে তুললেন দেদার সেলফি,দেখুন ভিডিও
Last Updated:
#নয়াদিল্লি: ইসকন গ্লোরি অব ইন্ডিয়া কালচারাল সেন্টারে ৮০০ কেজি গীতার উদ্বোধন অনুষ্ঠান ৷ সেই অনুষ্ঠানে যেতে দিল্লি মেট্রোতে সওয়ার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বালাকোটে ভারতীয় বায়ুসেনার হানার পরে রীতিমতো সাড়া পড়েছে আন্তর্জাতিক মহলে।
কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারাটাদিন কাটালেন বিভিন্ন ব্যস্ততার মধ্যেই ৷ কড়া নিরাপত্তায় মুড়ে থাকা কনভয় ছেড়ে উঠে পড়েন মেট্রোতে ৷ একইভাবে মেট্রোর মধ্যে প্রধানমন্ত্রীকে দেখে প্রথমটায় হকচকিয়ে যান মেট্রোযাত্রীরা ৷
প্রধানমন্ত্রী মেট্রোতে যে আসনটিতে বসেছিলেন, সেটি ফাঁকাই রাখা হয়েছিল নিরাপত্তার কারণে ৷ মোদি নিজেই যাত্রীদের তাঁর পাশে বসতে বলেন ৷ প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে স্বাভাবিকভাবেই ছবি তোলার হিড়িক পড়ে যায় ৷ চলে সেলফি তোলার আবদারও ৷ আর তাঁদের আবদারে সাড়া দিয়ে দেদার সেলফি, গ্রুপফি তোলেন মোদি ৷
advertisement
advertisement
#WATCH: PM Narendra Modi took Delhi metro from Khan Market metro station earlier today. He was on his way to the Gita Aradhana event at ISKCON-Glory of India Cultural Centre. pic.twitter.com/aa8vkz6Iin
— ANI (@ANI) February 26, 2019
দিল্লির খান মার্কেট স্টেশন থেকে মেট্রোতে চাপেন মোদি ৷ সেই কারণে মেট্রো স্টেশনে নিরাপত্তা বহু গুণ বাড়ানো হয়েছিল ৷ পাশাপাশি সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে অন্যান্য কামরাতেও নিরাপত্তা বাড়ানো হয় ৷ সংখ্যালঘু যাত্রী, মহিলা, তরুণ-তরুণী সবাইকে নিয়ে ছবি তুললেন। সকলের মধ্যেই তৈরি হয়েছিল উন্মাদনা।
advertisement
PM Narendra Modi took Delhi metro from Khan Market metro station earlier today. He was on his way to the Gita Aradhana event at ISKCON-Glory of India Cultural Centre. pic.twitter.com/SDUfpJMxhi
— ANI (@ANI) February 26, 2019
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 26, 2019 7:52 PM IST