ট্যুইটার হ্যান্ডেলে নামের সামনে থেকে ‘চৌকিদার’ তকমা মুছলেন মোদি

Last Updated:
#নয়াদিল্লি: গেরুয়া ঝড় গোটা দেশ জুড়ে ৷ বুথ ফেরত সমীক্ষায় বিজেপি’র সম্ভাব্য প্রাপ্ত আসনসংখ্যার চেয়েও অনেক বেশি আসন পেতে চলেছে বিজেপি ৷ আর সেই ফলাফল মোটের উপকর পরিষ্কার হতেই ট্যুইটার হ্যান্ডেল থেকে নিজের নামের আগে ‘চৌকিদার’লেখা সরালেন নরেন্দ্র মোদি ৷
ভোটের আগে ‘চৌকিদার’শব্দটি নিয়েই উত্তাল হয়েছিল দেশের রাজনীতি ৷ সে সময় বিজেপি’র তরফে ‘ম্যায় ভি চৌকিদার’ক্যাম্পেন শুরু হয়েছিল ৷
advertisement
advertisement
সে সময় প্রতিটি বিজেপি নেতাই তাঁদের ট্যুইটার হ্যান্ডেলে নিজেদের নামের সামনে ‘চৌকিদার’লিখেছিলেন ৷ ভোটের ফলাফল মোটামুটি পরিষ্কার ৷ এ বার টুইটার হ্যান্ডেল থেকে ‘চৌকিদার’ সরালেন মোদি ৷
modi1
তিনি ট্য়ুইট করে লিখেছেন, ‘ভারতবাসী চৌকিদার হয়েছে ৷ এবং তাঁরাই দেবে অভাবনীয় পরিষেবা ৷ চৌকিদার একটা প্রতীক হয়ে উঠেছে ভারতকে সুরক্ষা প্রদান করার জন্য় ৷ যা দেশের জাতিবিদ্বেষ,  বর্ণবিদ্বেষ, দুর্নীতিকে রুখবে ৷’’
বাংলা খবর/ খবর/দেশ/
ট্যুইটার হ্যান্ডেলে নামের সামনে থেকে ‘চৌকিদার’ তকমা মুছলেন মোদি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement