'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!

Last Updated:

PM Narendra Modi: রোববার অসমে এক অনুষ্ঠানে প্রধান বিরোধী দল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
গুয়াহাটি : রোববার অসমে এক অনুষ্ঠানে প্রধান বিরোধী দল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের ভাষণে মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু, তাঁর যাবতীয় শ্রদ্ধার আধার ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’।
সম্প্রতি তাঁকে ও তাঁর প্রয়াত মা হীরাবেন মোদিকে নিয়ে কটূক্তির ঘটনায় বিতর্কের মধ্যেই এদিন অসমের জনসভায় প্রধানমন্ত্রী বলেন, তিনি ‘শিবভক্ত’ এবং গালিগালাজ ও কুকথার ‘বিষ’ তাঁকে টলাতে পারে না। সেই ‘বিষ’ তিনি স্বচ্ছন্দে ‘গিলে নেন।’
advertisement
advertisement
অসমের দরং জেলায় একটি জনসভায় বক্তব্য পেশ করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অপারেশন সিঁদুরের সাফল্য উল্লেখ করে বলেন, মা কামাখ্যার আশীর্বাদে এই অভিযান বড় সাফল্য অর্জন করেছে। কংগ্রেসের উপর তীব্র আক্রমণ শানিয়ে মোদি বলেন, “আমি ভগবান শিবের ভক্ত, আমি সমস্ত বিষ গিলে নিই, কিন্তু যখন অন্য কাউকে অপমান করা হয়, আমি চুপ থাকতে পারি না।”
advertisement
advertisement
প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্যের ডবল ইঞ্জিন সরকার অসম এবং উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করছে। পাশাপাশি কিংবদন্তি সংগীতশিল্পী ভূপেন হাজারিকাকে ভারতরত্ন দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি কংগ্রেসের সমালোচনা করেন। একইসঙ্গে এদিন ১৯৬২ সালের চিন যুদ্ধের উদাহরণ দিয়ে মোদি বলেন, উত্তর-পূর্বাঞ্চলের ক্ষত এখনও মুছে যায়নি এবং কংগ্রেসের বর্তমান প্রজন্ম সেই ক্ষতে নুন ছিটিয়ে দিচ্ছে।
advertisement
এদিন প্রধানমন্ত্রী মোদি অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন। মঙ্গলদোই শহরে দরং মেডিক্যাল কলেজ, একটি নার্সিং কলেজ ও জিএনএম স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় তাঁর উপস্থিতিতে। এই স্বাস্থ্য প্রকল্পগুলিতে মোট ৫৭০ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে সূত্রের খবর।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement