PM Modi to visit UAE: চলতি মাসের শেষেই আবু ধাবি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
PM Modi to visit UAE: গত মাসেই মৃত্যু হয়েছিল আবু ধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের (Khalifa bin Zayed Al Nahyan) ৷ আবু ধাবির নতুন রাজা এখন মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ৷
নয়াদিল্লি: চলতি মাসেই সংযুক্ত আরব আমিরশাহী সফরে যেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ২৬ থেকে ২৮ জুনের সফরে মোদি প্রথমে জার্মানিতে জি-৭-এর বৈঠকে যোগ দেবেন ৷ আমন্ত্রিত রাষ্ট্রের প্রতিনিধি হিসেবেই জি-৭-এর বৈঠকে অংশ নিতে চলেছেন মোদি ৷ এরপর তিনি সেখান থেকে আবু ধাবি যাবেন বলে জানা গিয়েছে (PM Modi to visit UAE) ৷
পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের রেশ ভারত ছাড়াও ছড়িয়ে পড়েছে মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে ৷ ভারতের নিন্দায় মুখর হয়েছিল বিভিন্ন ইসলামিক দেশ ও সংগঠন ৷ তবে এ বিষয়ে সমালোচনা করলেও সে দেশে নিযুক্ত ভারতীয় দূতকে কিন্তু ডেকে পাঠায়নি আবু ধাবি ৷
advertisement
advertisement
গত মাসেই মৃত্যু হয়েছিল আবু ধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের (Khalifa bin Zayed Al Nahyan) ৷ আবু ধাবির নতুন রাজা এখন মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ৷ প্রয়াত রাজার মৃত্যুতে শোকজ্ঞাপন করতে এবং নতুন রাজাকে শুভেচ্ছা জানাতেই আগামী ২৮ জুন আবু ধাবি যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ ভারত এবং আমিরশাহী, দু’দেশের সম্পর্কের আরও উন্নতির জন্যই এই সফর বলে মনে করছে রাজনৈতিক মহল ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 24, 2022 10:04 AM IST

