PM Modi Security: প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় গলদ! আচমকা গাড়ির সামনে যুবক, দেখুন ভিডিও
- Published by:Suvam Mukherjee
Last Updated:
PM Modi Security: বিষয়টি সামনে আসার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সব সময় মোতায়েন থাকেন এসপিজি আধিকারিকরা।
হুব্বলি: কর্ণাটকে প্রধানমন্ত্রী মোদির নিরাপত্তায় বড়সড় বিচ্যুতি। এদিন কর্ণাটকে রোড শো করছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেই সময়ে এক যুবক বাঁশের ব্যারিকেড টপকে প্রধানমন্ত্রীর গাড়ির খুব কাছাকাছি চলে আসেন। যদিও প্রধানমন্ত্রীর মোদির নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি আধিকারিকরা সঙ্গে সঙ্গে সরিয়ে দেন ওই ব্যক্তিকে।
ইতিমধ্যে ঘটনার ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে এক যুবক বাঁশের ব্যারিকেড টপকে চলে যান প্রধানমন্ত্রীর কনভয়ের মধ্যে। প্রধানমন্ত্রীর গাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছিলেন তিনি। সেই সময়ে প্রধানমন্ত্রী গাড়ি থেকে হাত দেখাচ্ছিলেন সকলকে। রাস্তায় দু পাশে প্রচুর মানুষ ভিড় করেছিলেন। সেই সময়েই ওই ব্যক্তি আচমকা ফুলের মালা নিয়ে প্রধানমন্ত্রীর কাছাকাছি চলে আসেন।
advertisement
advertisement
বিষয়টি সামনে আসার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সব সময় মোতায়েন থাকেন এসপিজি আধিকারিকরা। এদিন এসপিজি আধিকারিকদের সতর্কতার জন্যই ওই ব্যক্তি একেবারে প্রধানমন্ত্রীর কাছে যেতে পারেননি। তবে বিষয়টি ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে রাস্তার দু পাশে থাকা রাজ্য পুলিশের আধিকারিকদের চোখে ধুলো দিয়ে ওই ব্যক্তি কনভয়ের মাঝে প্রবেশ করে গেলেন, তা নিয়েও প্রশ্ন উঠছে।
advertisement
#WATCH | Karnataka: A young man breaches security cover of PM Modi to give him a garland, pulled away by security personnel, during his roadshow in Hubballi.
(Source: DD) pic.twitter.com/NRK22vn23S — ANI (@ANI) January 12, 2023
ওই ব্যক্তিকে সম্ভবত কর্ণাটক পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর নাম কিংবা পরিচয় কিছুই জানা যায়নি। এদিন কর্ণাটকের হুব্বলীতে রোড শো চলাকালীন এই ঘটনা ঘটেছে। যদিও স্থানীয় প্রশাসন জানিয়েছে, "আমরা এই ঘটনাকে নিরাপত্তার ত্রুটি হিসাবে ধরছি না। তবে ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছি।"
advertisement
প্রসঙ্গত, স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে রেলওয়ে স্পোর্টস গ্রাউন্ডে ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যালের উদ্বোধন করতে কর্ণাটক সফরে রয়েছেন মোদি। চলতি বছরেই রয়েছে এই রাজ্যে বিধানসভা নির্বাচন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 12, 2023 5:34 PM IST