G20 Summit 2018: ভারতের প্রযুক্তি, খাদ্য ও জ্বালানি খাতে বিনিয়োগের আশ্বাস সৌদি যুবরাজের
Last Updated:
#নয়াদিল্লি: জ্বালানি, প্রযুক্তি, খাদ্য ও শক্তি- চারটি ক্ষেত্রে ভারতকে সবরকম সহযোগীতার আশ্বাস দিয়েছে সৌদি আরব। আর্জেন্টিনার বুয়েনস আইরেসে জি-২০ সম্মেলনে সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সালেমের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
পেট্রোপণ্য ও পেট্রোলিয়ামজাত দ্রব্য আমদানি করার বিষয়েও প্রতিশ্রুতি দিয়েছেন সৌদি যুবরাজ । এ বিষয়ে খুব শীঘ্রই ভারতের জাতীয় ও পরিকাঠামোর খাতে বিনিয়োগের বিষয়টি চূড়ান্ত করবে সৌদি আরব । ভবিষ্যতে বন্দর, জাতীয় সড়ক ও নানাবিধ নির্মাণকাজেও ভারতেকে সবরকম সাহায্য করবে সৌদি আরব, জানিয়েছেন বিদেশসচিব বিজয় গোখলে ।
advertisement
advertisement
সৌদি সংবাদসূত্রের খবর অনুযায়ী, অন্যান্য দেশের কৃষিজাত দ্রব্য আমদানির উপর নির্ভরশীলতা কমিয়ে ভারত থেকে কৃষিজাত পণ্য আমদানির বিষয়টি আলোচনা করেছেন দুই রাষ্ট্রপ্রধান ।
জি-২০ সম্মেলনে সৌদি যুবরাজ ছাড়াও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও চিনের রাষ্ট্রপতি শি জিনপিং-এর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি । আগামী তিন বছরের মধ্যে ভারতে বহুক্ষেত্রে বিনিয়োগ করবে সৌদি আরব, জানিয়েছেন গোখলে ।
advertisement
এছাড়াও, জ্বালানির মূল্য নিশ্চিত করার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে । গোখলে জানিয়েছেন সৌদি আরব তেল রপ্তানিকারক দেশগুলির মধ্যে সৌদি আরব একটি শীর্ষ রাষ্ট্র ফলে জ্বালানি ও পেট্রোপণ্যের বাজারে স্থায়িত্ব আনার বিষয়টি নিয়েও ভারতকে প্রতিশ্রুতি দিয়েছে বিন সালেম ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 30, 2018 2:45 PM IST