দেশের প্রথম ১৪ লেনের গ্রিন হাইওয়ের উদ্বোধন করলেন মোদি

Last Updated:
#নয়াদিল্লি: আজ রবিবার দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গুরুত্বপূর্ণ ওই মহাসড়কের গতি ৱাড়াতে সেটিকে ১৪ লেনের রাস্তা হিসেৱে গড়ে তোলা হয়েছে ৷ এত চওড়া রাস্তা ভারতে এখন একটিও নেই ৷
দিল্লি-মেরঠ মহাসড়ক দেশের সৱচেয়ে ৱ্যস্ত রাস্তাগুলির মধ্যে অন্যতম ৷ খুৱ ৱেশি গাড়ি চলাচল করায় দিল্লির সঙ্গে উত্তর ভারতের ৱিস্তীর্ণ অংশের সংযোগ রক্ষাকারী এই রাস্তায় ট্র্যাফিক জ্যাম নিত্যদিনের ঘটনা ৷ তাই সাড়ে সাত হাজার কোটি টাকা ৱ্যয়ে ১৪ লেনের রাস্তা হিসেৱে গড়ে তোলা হচ্ছে এটিকে ৷ কেন্দ্রীয় সড়ক পরিৱহন মন্ত্রী নীতিন গডকড়ি জানান, ৩১টি ট্র্যাফিক সিগন্যাল পয়েন্ট তুলে নিয়ে এই মহাসড়কে যান চলাচলের গতি ৱাড়ানো হচ্ছে ৷ এখন দিল্লি থেকে মেরঠ পৌঁছতে আড়াই ঘণ্টা লাগে ৷ ১৪ লেনের রাস্তার তৈরি হওয়ার ফলে দিল্লি থেকে মেরঠ মাত্র ৪০ মিনিটেই পৌঁছনো যাৱে ৷
advertisement
মোট ৮৪১ কোটি টাকা খরচে তৈরি হয়েছে এই সড়ক। যমুনা সেতুর ওপর এই সড়কের দু'ধারে বসানো হয়েছে সোলার প্যানেল। সেতুর ওপর থাকবে দেওয়াল বাগিচা ও জল সাশ্রয়কারী সেচ। নিজামুদ্দিন থেকে গাজিয়াবাদের মধ্যে ১২ লেনে চলাচল করবে গাড়ি। এর মধ্যে ৮টি লেন ব্যবহৃত হবে হাইওয়ে হিসাবে। এক্সপ্রেসওয়ের দু'পাশে ২.৫ মিটার চওড়া সাইকেল চালানোর সড়ক ও ১.৫ মিটার চওড়া ফুটপাথ রয়েছে। ৫০০ দিনে শেষ হয়েছে এই প্রকল্পের কাজ। এই সড়ক চালু হওয়ায় দিল্লি ও পশ্চিম উত্তর প্রদেশের মধ্যে যোগাযোগ সুগম হবে। গোটা প্রকল্প রূপায়িত হলে মোট ৩১টি ট্রাফিক সিগনালের বাধা থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দেশের প্রথম ১৪ লেনের গ্রিন হাইওয়ের উদ্বোধন করলেন মোদি
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement