PM Modi in Wayanad: ওয়ানাডে প্রধানমন্ত্রী, আকাশপথে ধস বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন মোদি
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
PM Modi in Wayanad: এক রাতের প্রবল বৃষ্টি, ধস। ধুয়ে মুছে সাফ হয়ে যায় কেরালার ওয়ানাডের চারটি গ্রাম। ধস বিধ্বস্ত ওয়ানাডে মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিনশোর বেশি। শনিবার পরিস্থিতি খতিয়ে দেখতে কেরালায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আকাশপথে দুর্ঘটনাগ্রস্থ উত্তর কেরালার জায়গাগুলি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী।
ওয়ানাড: এক রাতের প্রবল বৃষ্টি, ধস। ধুয়ে মুছে সাফ হয়ে যায় কেরালার ওয়ানাডের চারটি গ্রাম। ধস বিধ্বস্ত ওয়ানাডে মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিনশোর বেশি। শনিবার পরিস্থিতি খতিয়ে দেখতে কেরালায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আকাশপথে দুর্ঘটনাগ্রস্থ উত্তর কেরালার জায়গাগুলি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী।
সূত্রের খবর অনুযায়ী, সকাল ১১:১৫ নাগাদ কান্নুর এয়ারপোর্ট থেকে ওয়েনাডের উদ্দ্যেশ্যে এয়ার ফোর্সের হেলিকপ্টারে চেপে রওনা দেন নরেন্দ্র মোদি। চুরামালা, মুন্ডাক্কাই এবং পুঞ্চিরিমাত্তমের মতো ধস বিধ্বস্ত এলাকাগুলি ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী।
advertisement
advertisement
মোদির সঙ্গেই ঘটনাস্থলগুলি ঘুরে দেখেছেন, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ণ, রাজ্যপাল আরিফ মহম্মদ খান, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও পর্যটন প্রতিমন্ত্রী সুরেশ গোপি।
সূত্রের খবর, জায়গাগুলি ঘুরে দেখার পাশাপাশি, একটি ত্রান শিবিরেও গিয়েছেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনাগ্রস্থদের সঙ্গেও দেখাও করেছেন মোদি। তার সাইট পরিদর্শনের পরে, প্রধানমন্ত্রী মোদি এই ঘটনা এবং বর্তমানে ত্রানের বিষয় ক্ষতিয়ে দেখে একটি মিটি করবেন বলেই জানা গিয়েছে।
advertisement
ওয়ানাডে আসার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে আগেই ধন্যবাদ জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা তথা ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধি। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ” প্রধানমন্ত্রী নিজে ধস-কবলিত অঞ্চলে এসে, বিপর্যয় ও ক্ষয়-ক্ষতির পরিমাণ চাক্ষুষ করে নিশ্চয়ই এই বিপর্যয়কে ‘জাতীয় বিপর্যয়’ ঘোষণা করবেন।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 10, 2024 1:17 PM IST