কংগ্রেসকে উচিত শিক্ষা দিক বস্তারের মানুষ, ছত্তীশগড়ে বার্তা মোদির

Last Updated:
#জগদলপুর: ছত্তীশগড়ে আজ থেকেই শুরু কংগ্রেস-বিজেপির প্রচার। ইতিমধ্যেই নোটবন্দি ও অর্থ কেলেঙ্কারি নিয়ে বিজেপিকে একহাত নিয়েছেন রাহুল গান্ধি। কাঙ্কেরের সভায় তিনি জানিয়ে দিয়েছেন সাধারণ মানুষ যখন নোটবন্দির সময় লম্বা লাইনে দাঁড়িয়েছিল, তখন নাগরিকদের টাকা লুট করেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন নীরব মোদি, বিজয় মালিয়া ও মেহুল চোকসিরা।
পাল্টা প্রচারে নেমেছে বিজেপিও । আজ জগদলপুরের এক সভায় নরেন্দ্র মোদি । মাওবাদী অধ্যুষিত ছত্তীশগড়ে সেই সংবেদনশীলতার প্রসঙ্গ এনেই বস্তারের মানুষের কাছে মোদি আর্জি জানিয়েছেন তাঁরা যেন কংগ্রেসকে উচিত শিক্ষা দেন । একদিকে মাওবাদী সন্ত্রাস থেকে মানুষকে বাঁচানোর কথা বলে কংগ্রেস কিন্তু অন্যদিকে তাঁরাই নিজেদের রাজনৈতিক স্বার্থে এই মাওবাদীদেরই আড়াল করার চেষ্টা করেন।
advertisement
advertisement
advertisement
কংগ্রেস নেতাদের পরোক্ষভাবে 'শহুরে মাওবাদী' আখ্যা দিতেও ছাড়েননি মোদি । শহুরে মাওবাদীরা শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে চড়েন, তাঁদের সন্তানরা বিদেশে পড়াশুনা করেন অন্যদিকে দরিদ্র আদিবাসী সম্প্রদায়ের জীবন নষ্ট করেন তারা , মন্তব্য করেছেন মোদি ।
advertisement
১০ বছর ধরে ক্ষমতায় ছিল কংগ্রেস কিন্তু তাঁরা ছত্তীশগড়ের উন্নয়নের জন্য কী করেছে ? এই অঞ্চলের উন্নতির জন্য কিছু করে নি উপরন্তু যাবতীয় উন্নয়নমূলক প্রকল্পগুলিকে আটকে দিয়েছে কংগ্রেস।
advertisement
মাওবাদী হানায় নিহত সাংবাদিক অচ্যুতানন্দ সাহুর মৃত্যুর প্রসঙ্গ টেনেও কংগ্রেসকে একহাত নিয়েছেন মোদি । কংগ্রেস এদেরকে আড়াল করার চেষ্টা করছে, অভিযোগ মোদির।
বাংলা খবর/ খবর/দেশ/
কংগ্রেসকে উচিত শিক্ষা দিক বস্তারের মানুষ, ছত্তীশগড়ে বার্তা মোদির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement