Indian Railway: একাধিক মেড ইন ইন্ডিয়া ট্রেনের সূচনা! ভোটের আগে রেল নিয়ে বড়সড় পদক্ষেপ মোদির

Last Updated:

Indian Railway: মোদি বিহারের পশ্চিম চম্পারন জেলার বেট্টিয়ায় প্রায় ১২,৮০০ কোটি টাকা মূল্যের রেল, সড়ক ও পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের সঙ্গে যুক্ত একাধিক পরিকাঠামোমূলক প্রকল্পের শিলান্যাস করে দেশবাসীকে উৎসর্গ করেন।

লোকসভা ভোটের আগে রেলের নজরে বিহার, একাধিক প্রকল্পের শুভ সূচনা
লোকসভা ভোটের আগে রেলের নজরে বিহার, একাধিক প্রকল্পের শুভ সূচনা
মাননীয় প্রধানমন্ত্রী বিহারে একাধিক রেল প্রকল্পের শিলান্যাস করে দেশবাসীকে উৎসর্গ করলেন। লোকসভা ভোটের আগে পরিবহণ ক্ষেত্রে হিন্দি বলয়ে রেলকে ঘিরে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারের পশ্চিম চম্পারন জেলার বেট্টিয়ায় প্রায় ১২,৮০০ কোটি টাকা মূল্যের রেল, সড়ক ও পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের সঙ্গে যুক্ত একাধিক পরিকাঠামোমূলক প্রকল্পের শিলান্যাস করে দেশবাসীকে উৎসর্গ করেন।
প্রধানমন্ত্রী বিভিন্ন রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী বাপুধাম মতিহারী-পিপরাহান এবং নরকাটিয়াগঞ্জ-গৌনাহা গজ রূপান্তর সহ ৬২ কিমি রেল লাইন ডাবলিং দেশবাসীকে উৎসর্গ করেন। প্রধানমন্ত্রী ৯৬ কিমি লম্বা গোরোখপুর ক্যান্ট.-বাল্মিকী নগর রেল লাইনের ডাবলিং ও বৈদ্যুতিকীকরণ এবং বেট্টিয়া রেলওয়ে স্টেশনের পুনর্বিকাশের জন্য শিলান্যাস করেন। এছাড়াও প্রধানমন্ত্রী নরকাটিয়াগঞ্জ-গৌনাহা এবং রাক্সাউল-যোগবাণীর মধ্যে দু’টি নতুন ট্রেন পরিষেবারও শুভ সূচনা করেন।
advertisement
অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে দেশে যত রেল লাইন স্থাপন করা হচ্ছে অথবা যে সমস্ত ট্রেনের সূচনা করা হচ্ছে তা সম্পূর্ণভাবে মেড ইন ইন্ডিয়া, যার ফলে নাগরিকদের জন্য কর্মসংস্থান তৈরি হচ্ছে। তিনি বলেন যে বিহারে আধুনিক রেল ইঞ্জিন উৎপাদনের কারখানা বর্তমান সরকারের দ্বারাই করা হচ্ছে।
advertisement
advertisement
রেল সংযোগ বৃদ্ধি করার পদক্ষেপ হিসেবে আরও একটি নতুন ট্রেন পরিষেবা রাক্সৌল জং.-যোগবাণীর মধ্যে চালু করা হবে। ৬ মার্চ, ২০২৪ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি এই উদ্বোধনী স্পেশ্যাল এক্সপ্রেস ট্রেনটির শুভ সূচনা করবেন। ট্রেন নং. ১৫৫০১/১৫৫০২ (রাক্সৌল জং.-যোগবাণী-রাক্সৌল জং.) দ্বি-সাপ্তাহিক এক্সপ্রেসের নিয়মিত পরিষেবা শুরু হবে ১১ মার্চ, ২০২৪ তারিখ থেকে।
advertisement
এই এক্সপ্রেস ট্রেনটি বিহারের জনগণের জন্য রেল সংযোগ বৃদ্ধি করবে, ব্যবসা ও অন্যান্য অর্থনৈতিক কার্যকলাপকে উৎসাহিত করবে। নীচের বর্ণনা অনুযায়ী এই ট্রেনের পরিষেবাগুলি চলবে।
উদ্বোধনী স্পেশাল এক্সপ্রেস ট্রেন নং. ০৫৫২৯ (রাক্সৌল জং.-যোগবাণী উদ্বোধনী স্পেশাল) এক্সপ্রেস রাক্সৌল জং. থেকে ৬ মার্চ, ২০২৪ তারিখে (বুধবার) ১৫.০০ ঘণ্টায় রওনা দিবে এবং পরের দিন ০০.৩০ ঘণ্টায় যোগবাণী পৌঁছবে। এর নিয়মিত পরিষেবার সময়, ট্রেন নং. ১৫৫০১ (রাক্সৌল জং.-যোগবাণী) এক্সপ্রেস রাক্সৌল জং. থেকে ১১ মার্চ, ২০২৪ তারিখ থেকে প্রত্যেক সোম ও বৃহস্পতিবার ১২.৪০ ঘণ্টায় রওনা দেবে এবং একই দিনে ২২.৩০ ঘণ্টায় যোগবাণী পৌঁছবে। ফেরত যাত্রার সময়, ট্রেন নং. ১৫৫০২ (যোগবাণী-রাক্সৌল জং.) এক্সপ্রেস যোগবাণী থেকে ১১ মার্চ, ২০২৪ তারিখ থেকে প্রত্যেক সোম ও বৃহস্পতিবার ২৩.৪৫ ঘণ্টায় রওনা দিবে এবং পরের দিন ১১.১৫ ঘণ্টায় রাক্সৌল জং. পৌঁছবে। উভয় পথে যাত্রার সময়, এই এক্সপ্রেস ট্রেনটি ঘোরাসাহান, সিতামারহি জং., দ্বারভাঙ্গা জং., সাকরি জং., ঝাঞ্ঝারপুর, ঘোগহারদিহা, নির্মালি, সরাইগড় জং., রাঘোপুর, ললিতগ্রাম, নরপতিগঞ্জ ও ফরবেসগঞ্জ জং.-এ স্টপেজ দেবে। যাত্রীদের জন্য একটি এসি ৩-টিয়ার, পাঁচটি স্লিপার ক্লাস, চারটি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ থাকবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railway: একাধিক মেড ইন ইন্ডিয়া ট্রেনের সূচনা! ভোটের আগে রেল নিয়ে বড়সড় পদক্ষেপ মোদির
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement