PM Modi | Qualcomm CEO: মার্কিন মুলুকে কোয়ালকমের সিইও-র সঙ্গে বৈঠক মোদির, আলোচনা ৫জি থেকে শুরু করে ভারতের নয়া ড্রোন নীতি নিয়েও
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
PM Modi and Qualcomm CEO Cristiano Amon Discussion: ভারতের অর্থনৈতিক সম্ভাবনার দরজা খুলতে এদিন কোয়ালকম, অ্যাডোব, ফার্স্ট সোলার, জেনারেল অ্যাটমিক্সের মতো সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ওয়াশিংটন: আমেরিকায় পৌঁছেই কাজে নেমে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ৷ কোয়ালকমের সিইও ক্রিস্টিয়ানো অ্যামনের (Qualcomm CEO Cristiano Amon) সঙ্গে ইতিবাচক বৈঠকের মধ্যে দিয়েই শুরু হল প্রধানমন্ত্রীর মার্কিন সফর ৷ সূত্রের খবর, কোয়ালকম কর্তার সঙ্গে ৫জি থেকে শুরু করে ভারতের নয়া ড্রোন নীতি (India's new drone policy)-সব কিছু নিয়েই এদিন আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর ৷ তিন দিনের আমেরিকা সফরে নরেন্দ্র মোদি কোয়াড শীর্ষ বৈঠকে যোগ দেবেন।
ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে আমেরিকায় পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অ্যান্ড্রুজ জয়েন্ট বায়ুসেনা ঘাঁটিতে তাঁর বিমান অবতরণ করে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য আগে থেকেই সেখানে হাজির ছিলেন আমেরিকার প্রশাসনিক কর্তা এবং সে দেশে ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু। তিন দিনের মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গেও বৈঠক হওয়ার কথা মোদির ৷ একদিকে জো বাইডেনের সঙ্গে বৈঠক, অন্যদিকে সফরের প্রথমদিনেই বিভিন্ন সংস্থার কর্তাদের সঙ্গে মোদির বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মূলত ভারতে বিনিয়োগ টানতে প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশের ব্যবসায়ী মহল।
advertisement
Had a fruitful meeting with President and CEO of @Qualcomm, Mr. @cristianoamon. We talked about leveraging technology for greater public good and tech opportunities in India. He was interested in India’s strides in 5G and our efforts such as PM-WANI to boost connectivity. pic.twitter.com/Q3uJIK6xAM
— Narendra Modi (@narendramodi) September 23, 2021
advertisement
advertisement
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এদিন উপস্থিত ছিলেন কোয়ালকম, অ্যাডোব, ফার্স্ট সোলার, জেনারেল অ্যাটমিকসের মতো সংস্থার সিইওরা। বৈঠকে ভারতের একাধিক সেক্টরে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন সংস্থার কর্তারা বলেই জানা গিয়েছে। কোয়ালকম কর্তার সঙ্গে বৈঠকের পর ট্যুইটারে নরেন্দ্র মোদি লেখেন, কোয়ালকমের সিইও ক্রিস্টিয়ানো অ্যামনের সঙ্গে প্রযুক্তিগত বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। ভারতে এই কাজের অনেক সুযোগও রয়েছে ৷ উনিও (কোয়ালকমের সিইও) ৫জি নিয়ে ভারতের কাজ যেমন কানেক্টিভিটি বাড়াতে PM WANI-র মতো বিষয় নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন।’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 24, 2021 12:14 AM IST