তৃণমূলের আন্দোলনে সুর নরম, মমতাকে আলোচনার প্রস্তাব

Last Updated:

দিল্লিতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের প্রথম দিনেই এল প্রধানমন্ত্রীর বার্তা।

#নয়াদিল্লিঃ  দিল্লিতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের প্রথম দিনেই এল প্রধানমন্ত্রীর বার্তা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চাইলেন নরেন্দ্র মোদি। তৃণমূলের সংসদীয় দলনেতাকে ফোনে সেই প্রস্তাব দেওয়া দিল প্রধানমন্ত্রীর দফতর। আন্দোলনের মধ্যেই কেন্দ্র সুর নরম করে কি এক ঢিলে দুই পাখি মারতে চাইলেন নরেন্দ্র মোদি? উলটোদিকে সেই সম্ভাবনা আঁচ করেই ধীরেসুস্থে এগোতে চাইছেন তৃণমূল সুপ্রিমো।
তৃণমূলের আন্দোলনে সুর নরম
মমতাকে আলোচনার প্রস্তাব মোদির
advertisement
‘সমস্যা মেটালেই আলোচনা’
পালটা কৌশল তৃণমূল নেত্রীর
যন্তর মন্তরে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ-সমাবেশ চলাকালীনই এল প্রধানমন্ত্রীর প্রস্তাব। নোট বাতিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃণমূলের সংসদীয় দলনেতাকে সেকথা জানান প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক।
advertisement
মোদির আমন্ত্রণের পিছনে রাজনৈেতিক কৌশল দেখছে তৃণমূল। তাই এই আহ্বানে পালটা চাল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন,
কারুর সঙ্গে কথা বলতে আপত্তি নেই। দেশের সমস্যা হয়েছে। সাধারণ মানুষের সমস্যা হয়েছে। কথা বলতেই পারি, তবে আগে এই সমস্যা মেটাতে হবে।
তৃণমূলনেত্রীর সঙ্গে কথা বলতে চেয়ে কি বার্তা দিতে চাইছেন নরেন্দ্র মোদি?
advertisement
কৌশলী মমতা বন্দ্যোপাধ্যায়ও আলোচনায় না বলছেন না। বরং পরিস্থিতি অনুসারে ধীরে চলো নীতিই নিয়েছেন।
যদিও অন্য সূত্রের খবর বৃহস্পতিবার রাজ্যসভায় থাকতে পারেন প্রধানমন্ত্রী। তার আগে বৃহস্পতিবার সকালে সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র। সেখানে হাজির থাকতে অনুরোধ করে তৃণমূলের সংসদীয় দলনেতাকে ফোন করেন সংসদ বিষয়ক মন্ত্রী অনন্তকুমার। তৃণমূল সূত্রে খবর, সর্বদলে গেলেও বেশি গুরুত্ব পাবে বিরোধীদের রণকৌশল বৈঠক।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
তৃণমূলের আন্দোলনে সুর নরম, মমতাকে আলোচনার প্রস্তাব
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement