#নয়াদিল্লি: করোনা আতঙ্ক ছিলই, এবার মৃত্য়ুদূত হয়ে দেখা দিল কোঝিকোেড়ের বিমান দুর্ঘটনা। যা খবর পাওয়া যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে মৃতের সংখ্যা বাড়ছে কোঝিকোড়ের বিমান দুর্ঘটনায়৷ এখনও পর্যন্ত পাইলট-সহ মোট ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ বৃষ্টির জেরে রানওয়েতে চাকা পিছলে গিয়ে দুর্ঘটনা ঘটেছে বলেই প্রাথমিক অনুমান৷ ঘটনার তীব্রতায় কেঁপে গিয়েছে গোটা দেশ৷ সব মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী-সহ অনেকেই। উদ্বেগের আরও একটি কারণ হল, ওই বিমানে ছিল ১০ নবজাতক৷ এই অভিশপ্ত বিমানের যাত্রীদের মধ্য ভয়াবহ ভাবে আহতও ১২৩-র বেশি৷ তাঁদের নিকটবর্তী চারটি হাসপাতালে ভর্তি করা হয়েছে
Deeply distressed to hear about the tragic plane crash of Air India Express flight at Kozhikode, Kerala. Spoke to @KeralaGovernor Shri Arif Mohammed Khan and inquired about the situation. Thoughts and prayers with affected passengers, crew members and their families.
এদিকে গোটা ঘটনায় শোক প্রকাশ করে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি লিখেছেন, ‘Pained by the plane accident in Kozhikode. My thoughts are with those who lost their loved ones. May the injured recover at the earliest. Spoke to Kerala CM @vijayanpinarayi Ji regarding the situation. Authorities are at the spot, providing all assistance to the affected.’ অর্থাৎ কোঝিকোড়ের বিমান দুর্ঘটনায় অসম্ভব যন্ত্রণা বোধ করছি৷ আহতরা দ্রুত সেরে উঠুন৷ কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলেছি৷ উদ্ধারকার্য দ্রুততার সঙ্গে করা হচ্ছে৷
advertisement
Pained by the loss of lives due to a landslide in Rajamalai, Idukki. In this hour of grief, my thoughts are with the bereaved families. May the injured recover quickly. NDRF and the administration are working on the ground, providing assistance to the affected.
এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ তিনি লিখেছেন, কোঝিকোড়েগামী বিমানের ভয়ানক দুর্ঘটনার খবর আমাকে চরম উদ্বেগে রেখেছে। কেরলের রাজ্য়পাল আরিফ মহম্মদ খানের সঙ্গে আমি কথা বলেছি। পরিস্থিতি নিয়ে তাঁর সঙ্গে আলোচনা হয়েছে। আমার সমবেদনা ও প্রার্থনা সমস্ত বিমানকর্মী ও যাত্রীদের সঙ্গে রয়েছে।