#কোচি: বিজেপি ক্ষমতায় না এলে উত্তর প্রদেশের অবস্থাও হবে কাশ্মীর, বাংলা এবং কেরলের মতো৷ বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণের আগে ভিডিও বার্তায় ভোটারদের উদ্দেশে এমনই দাবি করেছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ((Yogi Adityanath)৷
উত্তর প্রদেশের (Uttar Pradesh Election 2022) মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়৷ এবার যোগী আদিত্যনাথকে এই বিতর্কিত মন্তব্যের জবাব দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan gives reply to Yogi Adityanath)৷
ট্যুইট বার্তায় বিজয়ন পাল্টা দাবি করেছেন, উত্তর প্রদেশের অবস্থা সত্যিই কেরলের মতো হলে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন সহ বহু ক্ষেত্রেই বদল চোখে পড়বে৷ তাৎপর্যপূর্ণ ভাবে ইংরেজির পাশাপাশি হিন্দিতেও নিজের বক্তব্য ট্যুইট করেছেন কেরলের মুখ্যমন্ত্রী৷
If UP turns into Kerala as @myogiadityanath fears, it will enjoy the best education, health services, social welfare, living standards and have a harmonious society in which people won't be murdered in the name of religion and caste. That's what the people of UP would want.
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) February 10, 2022
আরও পড়ুন: যোগীর বাংলা-কাশ্মীর-কেরল মন্তব্য, গর্জে উঠলেন রাহুল গান্ধি!
ট্যুইটারে পিনারাই বিজয়ন লেখেন, 'যোগী আদিত্যনাথের আশঙ্কাকে সত্যি করে কেরলের মতো হয়ে গেলে উত্তর প্রদেশও সেরা শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা পাবে৷ সামাজিক উন্নয়ন, বেঁচে থাকার মানও উন্নত হবে, সমাজে সম্প্রীতির পরিবেশ তৈরি হবে যেখানে ধর্ম আর জাতপাতের নামে মানুষকে খুন করা হবে না৷ এটাই উত্তর প্রদেশের মানুষ চান৷'
আরও পড়ুন: ভিন রাজ্যের হোটেলে একটি বৈঠক, বঙ্গ BJP-র দুই দাপুটে নেতাকে নিয়ে তুঙ্গে জল্পনা
যোগী আদিত্যনাথকে জবাব দিয়েছেন কংগ্রেস নেতা শশী থারুরও৷
UP will turn into Kashmir, Bengal or Kerala if BJP doesn't come to power, @myogiadityanath tells voters. UP should be so lucky!! Kashmir's beauty, Bengal's culture & Kerala's education would do wonders for the place. UP's wonderful: pity about its Govt.https://t.co/bn6ItSczm6
— Shashi Tharoor (@ShashiTharoor) February 10, 2022
বাম শাসিত কেরলে গত বিধানসভা নির্বাচনেও খাতা খুলতে পারেনি বিজেপি৷ বাংলায় বিজেপি-র স্বপ্নভঙ্গ করে তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সম্ভবত সেই কারণেই কাশ্মীরের সঙ্গে এই দুই রাজ্যের তুলনাও টেনেছিলেন যোগী আদিত্যনাথ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pinarayi Vijayan, Uttar Pradesh Election 2022, Yogi Adityanath