#কোচি: বিজেপি ক্ষমতায় না এলে উত্তর প্রদেশের অবস্থাও হবে কাশ্মীর, বাংলা এবং কেরলের মতো৷ বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণের আগে ভিডিও বার্তায় ভোটারদের উদ্দেশে এমনই দাবি করেছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ((Yogi Adityanath)৷
উত্তর প্রদেশের (Uttar Pradesh Election 2022) মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়৷ এবার যোগী আদিত্যনাথকে এই বিতর্কিত মন্তব্যের জবাব দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan gives reply to Yogi Adityanath)৷
ট্যুইট বার্তায় বিজয়ন পাল্টা দাবি করেছেন, উত্তর প্রদেশের অবস্থা সত্যিই কেরলের মতো হলে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন সহ বহু ক্ষেত্রেই বদল চোখে পড়বে৷ তাৎপর্যপূর্ণ ভাবে ইংরেজির পাশাপাশি হিন্দিতেও নিজের বক্তব্য ট্যুইট করেছেন কেরলের মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
If UP turns into Kerala as @myogiadityanath fears, it will enjoy the best education, health services, social welfare, living standards and have a harmonious society in which people won't be murdered in the name of religion and caste. That's what the people of UP would want.
ট্যুইটারে পিনারাই বিজয়ন লেখেন, 'যোগী আদিত্যনাথের আশঙ্কাকে সত্যি করে কেরলের মতো হয়ে গেলে উত্তর প্রদেশও সেরা শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা পাবে৷ সামাজিক উন্নয়ন, বেঁচে থাকার মানও উন্নত হবে, সমাজে সম্প্রীতির পরিবেশ তৈরি হবে যেখানে ধর্ম আর জাতপাতের নামে মানুষকে খুন করা হবে না৷ এটাই উত্তর প্রদেশের মানুষ চান৷'
যোগী আদিত্যনাথকে জবাব দিয়েছেন কংগ্রেস নেতা শশী থারুরও৷
UP will turn into Kashmir, Bengal or Kerala if BJP doesn't come to power, @myogiadityanath tells voters.
UP should be so lucky!! Kashmir's beauty, Bengal's culture & Kerala's education would do wonders for the place.
UP's wonderful: pity about its Govt.https://t.co/bn6ItSczm6
ট্যুইটারে তিনি লিখেছেন, 'যোগী আদিত্যনাথ ভোটারদের বলছেন, বিজেপি ক্ষমতায় না ফিরলে উত্তর প্রদেশ বাংলা, কাশ্মীর বা কেরলের মতো হয়ে যাবে৷ সত্যিই সেরকম হলে উত্তর প্রদেশকে সৌভাগ্য বলতে হবে৷ কাশ্মীরের সৌন্দর্য, বাংলার সংস্কৃতি এবং কেরলের শিক্ষায় অভূতপূর্ব বদল আসবে উত্তর প্রদেশে৷ উত্তর প্রদেশ অসাধারণ, কিন্তু সেখানকার সরকারের জন্য করুণা হয়৷'
advertisement
বাম শাসিত কেরলে গত বিধানসভা নির্বাচনেও খাতা খুলতে পারেনি বিজেপি৷ বাংলায় বিজেপি-র স্বপ্নভঙ্গ করে তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সম্ভবত সেই কারণেই কাশ্মীরের সঙ্গে এই দুই রাজ্যের তুলনাও টেনেছিলেন যোগী আদিত্যনাথ৷