Pathology lab on bike: দুয়ারে রক্ত পরীক্ষা, বাইকে শুরু নতুন সরকারি পরিষেবা! ঘরে বসেই মিলবে রিপোর্টও
- Published by:Debamoy Ghosh
- local18
Last Updated:
ভোপাল: অসুখ বিসুখ হলে এমনিতেই নানা ধরনের চিন্তা গ্রাস করে মানুষকে। ডাক্তারের কাছে ছুটোছুটি, নানা ধরনের পরীক্ষা, নিরীক্ষা করানোর জন্য ছুটোছুটি লেগেই থাকে।
এরকম পরিস্থিতিতে ভোপালের বাসিন্দারা দুর্দান্ত একটি সুবিধে পেতে চলেছেন। এমনিতেই সাধারণ মানুষের সুবিধার্থে ভারত সরকার এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে। বিভিন্ন ধরনের নতুন নতুন প্রকল্পও শুরু হয়েছে। তারই মধ্যে অন্যতম প্যাথলজি ল্যাব অন বাইক। পাইলট প্রকল্প হিসেবে দেশের পাঁচটি শহরে এই পরিষেবা শুরু হয়েছে, তার মধ্যে অন্যতম ভোপাল।
advertisement
আরও পড়ুন: টিকিট কাটেন দলে-দলে মানুষ, কিন্তু ট্রেনে ওঠেন না কেউ! এই স্টেশনটির নাম, ঘটনা শুনলে আকাশ থেকে পড়বেন
advertisement
সরকারি এই প্রকল্প স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করার জন্য কাজ করবে। এই বাইক প্যাথলজি পরিষেবায় সিবিসি, লিভার ফাংশন, ব্লাড সুগার বা ডায়াবেটিস, হিমোগ্লোবিন, থাইরয়েড সহ ৩২ রকমের পরীক্ষা নিরীক্ষার সুযোগ মিলবে৷ বাইক নিয়ে বাড়ি বাড়ি গিয়ে এই পরিষেবা দেবেন সরকার নিযুক্ত কর্মীরা৷
advertisement
ভোপালের গান্ধি মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অধীনে এই পরিষেবা শুরু হচ্ছে৷ স্বাস্থ্য বিভাগ এই প্রকল্পকে সফল করতে চেষ্টার ত্রুটি রাখছে না৷
ভোপাল ছাড়াও এই পাইলট প্রকল্প গুয়াহাটি, চেন্নাই, জম্মু কাশ্মীর এবং পটনায় শুরু হচ্ছে৷ কেন্দ্রীয় ভাবে দিল্লির সফদরজং হাসপাতালের মেডিসিন বিভাগ এবং আইসিএমআর-এর বিশেষজ্ঞরা এই প্রকল্পের উপরে নজরদারি চালাবেন৷ পাইলট প্রকল্প সফল হলে গোটা দেশেই এই পরিষেবা শুরু হবে৷
advertisement
এই পরিষেবা শুরু হলে রক্ত সহ যে কোনও পরীক্ষা নিরীক্ষা করাতে মানুষকে অযথা ছুটোছুটি করতে হবে না৷ বরং সরকারি নিশ্চয়তা সহ বাড়িতে বসেই পরীক্ষা করানো যাবে৷ রিপোর্টও মিলবে ঘরে বসেই৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bhopal,Madhya Pradesh
First Published :
March 28, 2023 1:55 PM IST