কেরলের দুর্ঘটনাগ্রস্ত বিমানের পাইলট ‘Sword of Honour’ জয়ী বায়ুসেনার প্রাক্তন উইং কম্যান্ডর

Last Updated:

ভারতীয় বায়ুসেনার প্রাক্তন উইং কমান্ডার দীপক সাঠের মুকুটে ছিল ‘সোর্ড অফ অনার’ পুরস্কারও ৷ এয়ার ফোর্স অ্যাকাডেমি থেকে পাশ করার সময়েই এই অ্যাওয়ার্ড জিতেছিলেন তিনি ৷

#কোঝিকোড়: শুক্রবার সন্ধ্যায় কেরলের কোঝিকোড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ৷ অবতরণের সময় রানওয়েতে পিছলে গিয়ে দু’টুকরো হয়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX 1344 বিমানটি ৷ দুবাই থেকে কোঝিকোড় (কালিকট)-এর উদ্দেশ্যে শুক্রবার বিকেলে ১৮৪ জন যাত্রী ও ৭ জন বিমানকর্মী-সহ মোট ১৯১ জনকে নিয়ে রওনা দেয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ‘বন্দে ভারত’ মিশনের অন্তর্গত ওই বিমান ৷
বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭.৪১ মিনিট নাগাদ কোঝিকোড়ে পৌঁছয় বিমানটি ৷ কিন্তু ল্যান্ডিংয়ের সময়েই ঘটে বিপত্তি ৷ কোঝিকোড়ের টেবল টপ মাউন্টেন রানওয়ে বরাবরই বিমান ওঠানামার জন্য বিপজ্জনক ৷ শেষপর্যন্ত শুক্রবার সারা দিন ধরে চলা তুমুল বৃষ্টিতে আর ‘সেফ ল্যান্ডিং’ করতে পারেননি পাইলট ক্যাপ্টেন দীপক বসন্ত সাঠে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ দুর্ঘটনায় এখনও পর্যন্ত পাইলট-সহ ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ আহতের সংখ্যা ১২০ ৷
advertisement
advertisement
দুর্ঘটনায় মৃত পাইলটের বিমান চালানোর অভিজ্ঞতা ছিল যথেষ্ট ৷ ভারতীয় বায়ুসেনার প্রাক্তন উইং কম্যান্ডর দীপক সাঠের মুকুটে ছিল ‘সোর্ড অফ অনার’ পুরস্কারও ৷ এয়ার ফোর্স অ্যাকাডেমি থেকে পাশ করার সময়েই এই অ্যাওয়ার্ড জিতেছিলেন তিনি ৷
খারাকভাসলার ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির ৫৮ কোর্সের প্রাক্তন ভারতীয় বায়ুসেনার পাইলট ছিলেন স্বর্ণ পদক জয়ী দীপক সাঠে ৷ বায়ুসেনার সূত্রেই এই তথ্য পাওয়া গিয়েছে ৷ এরপর দীপক এয়ারফোর্সের দুন্ডিগালের অ্যাকাডেমিতে ট্রান্সফার হন ৷ সেখানকার ১২৭ পাইলট কোর্সের অন্তর্গত দীপক সাঠে এরপর ‘সোর্ড অফ অনার’ সম্মানে ভূষিত হন ৷
advertisement
ভারতীয় বাযুসেনার এক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার ছিলেন ক্যাপ্টেন সাঠে ৷ এয়ার ইন্ডিয়ায় যোগ দেওয়ার আগে তিনি আইএএফ-এর এক্সপেরিমেন্টাল টেস্ট পাইলট ছিলেন ৷ ১৯৯১ সালের এপ্রিল মাসে ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছিলেন সাঠে ৷ ২০০৩ সাল পর্যন্ত ১২ বছর এক্সপেরিমেন্টাল টেস্ট পাইলট হিসেবে কাজ করেছিলেন ৷ তারপর থেকে মুম্বইয়ের বাসিন্দা ক্যাপ্টেন দীপক সাঠে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানে পাইলট হিসেবে কাজ করতেন ৷ বোয়িং-৭৩৭ বিমান চালানোর অভিজ্ঞতা ছিল তাঁর যথেষ্ট ৷ এর পাশাপাশি এয়ারবাস ৩১০-ও চালিয়েছেন সাঠে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কেরলের দুর্ঘটনাগ্রস্ত বিমানের পাইলট ‘Sword of Honour’ জয়ী বায়ুসেনার প্রাক্তন উইং কম্যান্ডর
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement