Jammu and Kashmir Accident: বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে বাস পড়ে গেল খাদে, নিহত অন্তত ১০ পুণ্যার্থী, আহত ৫৫

Last Updated:

Jammu and Kashmir Accident: বৈষ্ণোদেবী তীর্থক্ষেত্রগামী বাসটি রওনা দিয়েছিল অমৃতসর থেকে

বৈষ্ণোদেবী মন্দির, (ফাইল ছবি)
বৈষ্ণোদেবী মন্দির, (ফাইল ছবি)
শ্রীনগর : ভিড়ে ঠাসা বাস সেতু থেকে খাদে পড়ে গিয়ে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে প্রাণ হারালেন অন্তত ১০ জন পুণ্যার্থী। জানানো হয়েছে জম্মু কাশ্মীর পুলিশের তরফে। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫৫ জন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। অমৃতসর থেকে রওনা হয়ে তীর্থযাত্রী বোঝাই বাসটি কাটর যাচ্ছিল। পথে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ঝঝ্ঝর কোটলি এলাকায় দুর্ঘটনায় পড়ে বাসটি। প্রসঙ্গত কাটরা হল বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার বেসক্যাম্প।
জম্মু পুলিশের সিনিয়র সুপারিন্ডেডেন্ট চন্দন কোহলি জানিয়েছেন, ‘‘দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত ৫৫ জন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি উদ্ধারকাজে সাহায্য করেছেন স্থানীয় মানুষও।’’ বাসটিতে অত্যন্ত ভিড় ছিল বলেও জানান তিনি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, অত্যধিক ভিড় দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।
advertisement
advertisement
দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীদের অধিকাংশই আদতে বিহারের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। আহতরা ভর্তি আছেন জম্মুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Jammu and Kashmir Accident: বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে বাস পড়ে গেল খাদে, নিহত অন্তত ১০ পুণ্যার্থী, আহত ৫৫
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement