Jammu and Kashmir Accident: বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে বাস পড়ে গেল খাদে, নিহত অন্তত ১০ পুণ্যার্থী, আহত ৫৫
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Jammu and Kashmir Accident: বৈষ্ণোদেবী তীর্থক্ষেত্রগামী বাসটি রওনা দিয়েছিল অমৃতসর থেকে
শ্রীনগর : ভিড়ে ঠাসা বাস সেতু থেকে খাদে পড়ে গিয়ে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে প্রাণ হারালেন অন্তত ১০ জন পুণ্যার্থী। জানানো হয়েছে জম্মু কাশ্মীর পুলিশের তরফে। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫৫ জন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। অমৃতসর থেকে রওনা হয়ে তীর্থযাত্রী বোঝাই বাসটি কাটর যাচ্ছিল। পথে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ঝঝ্ঝর কোটলি এলাকায় দুর্ঘটনায় পড়ে বাসটি। প্রসঙ্গত কাটরা হল বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার বেসক্যাম্প।
জম্মু পুলিশের সিনিয়র সুপারিন্ডেডেন্ট চন্দন কোহলি জানিয়েছেন, ‘‘দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত ৫৫ জন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি উদ্ধারকাজে সাহায্য করেছেন স্থানীয় মানুষও।’’ বাসটিতে অত্যন্ত ভিড় ছিল বলেও জানান তিনি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, অত্যধিক ভিড় দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।
advertisement
advertisement
দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীদের অধিকাংশই আদতে বিহারের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। আহতরা ভর্তি আছেন জম্মুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2023 9:18 AM IST