Home /News /national /
পরবর্তী প্রধানমন্ত্রী রাহুল গান্ধিই এটাই তামিলনাড়ুবাসীর আশা, দাবি ডিএমকে প্রধানের

পরবর্তী প্রধানমন্ত্রী রাহুল গান্ধিই এটাই তামিলনাড়ুবাসীর আশা, দাবি ডিএমকে প্রধানের

(Image: PTI)

(Image: PTI)

 • Share this:

  #চেন্নাই: দেশের পরবর্তি প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধিকেই দেখতে চায় তামিলনাড়ু, আরও একবার স্পষ্ট করে দিলেন ডিএমকে সুপ্রিমো এমকে স্টালিন ।

  যদিও গতকালের মোদি বিরোধী সমাবেশে সম্ভাবনাময় প্রধানমন্ত্রীর নাম নেয়নি কোনও পক্ষই । ফলে জল্পনা ছিল যে নিজের মত থেকে সরে এসেছেন স্টালিন কিন্তু সেই দাবি উড়িয়ে দিয়েছেন তিনি। গত মাসে চেন্নাইয়ের একটি রাজনৈতিক সমাবেশেও তিনি জানিয়েছিলেন তামিলনাড়ুর মানুষ রাহুলকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় ।

  আরও পড়ুন: দেশে নৈরাজ্য ঠেকাতে একমাত্র ভরসা মোদি, দাবি জাভাড়েকরের

  তাহলে ব্রিগেডের সভায় সেই বক্তব্যকে কেন তুলে ধরলেন না স্টালিন ? এই প্রশ্নের উত্তরে তাঁর জবাব পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই আলাদা। তামিলনাড়ুর মানুষ রাহুলকে চায় কিন্তু পশ্চিমবঙ্গে একমাত্র নির্বাচনের পরেই প্রধানমন্ত্রী কে হবেন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে-এতে সমস্যার কোনও কারণ নেই ।

  আরও পড়ুন: মোদি-বিরোধী শিবির আরও বড় আরও শক্তিশালী হতে চলেছে, ইঙ্গিত অখিলেশের

  ১৯ জানুয়ারির সমাবেশে স্টালিন জানিয়েছেন আসন্ন লোকসভা নির্বাচন দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম হতে চলেছে ।

  First published:

  Tags: Lok Sabha Election 2019, MK Stalin, Rahul Gandhi, এমকে স্টালিন

  পরবর্তী খবর