Pegasus Committee:পেগাসাস নিয়ে তদন্ত শুরু সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির, প্রয়োজনে অভিযোগকারীদের ফোন পরীক্ষা!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Pegasus Committee: বিজ্ঞপ্তি জারি করে অভিযোগকারীদের যোগাযোগ করার আহ্বান জানাল কমিটি।
#নয়াদিল্লি : ফোনে আড়িপাতা-কাণ্ডে পেগাসাস নিয়ে তদন্ত শুরু করে দিল সুপ্রিম কোর্ট নিযুক্ত টেকনিক্যাল কমিটি। বিজ্ঞপ্তি জারি করে অভিযোগকারীদের যোগাযোগ করার আহ্বান জানাল কমিটি। মনে করা হচ্ছে, পেগাসাস ইস্যুতে (Pegasus Committee) কার্যত প্রমাণ চাইল সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি। যে সমস্ত সমাজকর্মী, সাংবাদিক অথবা রাজনৈতিক নেতা সন্দেহ করছেন যে তাঁদের ফোনে আড়িপাতার জন্য পেগাসাস স্পাইওয়্যার বসানো হয়েছে, ৭ জানুয়ারির মধ্যে কমিটির সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে তাঁদের। একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, প্রয়োজনে কমিটি তাঁদের ফোন পরীক্ষা করতে রাজি।
সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, দেশের মোট ১৪২ জনের ফোনে পেগাসাস স্পাইওয়্যার লাগানো হয়েছে। এই ধরণের কোনও কিছু করা হয়েছে বলে জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষণাগার। অভিযোগ, পেগাসাস (Pegasus Committee) স্পাইওয়্যার বসানো হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে ভোট কৌশলী প্রশান্ত কিশোর, প্রাক্তন নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের দুজন রেজিস্ট্রার, একজন প্রাক্তন বিচারপতি পুরনো মোবাইল নম্বর, প্রাক্তন অ্যাটর্নি জেনারেলের এক ঘনিষ্ট এবং ৪০ জন সাংবাদিকের ফোনে।
advertisement
advertisement
উল্লেখ্য, গত বাদল অধিবেশন শুরুর একদিন আগেই সামনে আসে পেগাসাস ইস্যু। রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী থেকে শুরু করে সাংবাদিক এমনকী বিচারবিভাগের সঙ্গে যুক্ত লোকজনদের ফোনও ট্যাপ করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে হইচই পড়ে যায়। কেন্দ্রীয় সরকারের থেকে বিবৃতি দাবি করে বিরোধীরা। যদিও পেগাসাস সফটওয়্যার একমাত্র সরকারিভাবেই বিক্রি করা হয় বলে জানায় প্রস্তুতকারক সংস্থা এনএসও।
advertisement
বিরোধীদের দাবি সরকারের তরফে কার অনুমতি নিয়ে পেগসাস (Pegasus Committee) কেনা হয়েছিল তা বিস্তারিত জানতে হবে। সরকারের তরফে বলা হয়, এমন কোনও অবাঞ্ছিত কাজ করা হয়নি। তবে এনিয়ে সংসদে কোনও আলোচনা বা কেন্দ্রীয় সরকারি স্তর থেকে কোনও বিবৃতি আসেনি।
advertisement
শীর্ষ আদালতে পেগাসাস নিয়ে দায়ের হওয়া একাধিক মামলাকে একত্র করে শুনানি শুরু হয়। গত অক্টোবরে শীর্ষ আদালত তিন সদস্যের তদন্ত কমিটি গড়ে দিয়ে মন্তব্য করে, সবসময় জাতীয় নিরাপত্তার যুক্তি দেখিয়ে সব কিছুতে অবাধে হস্তক্ষেপ করতে পারে না সরকার। তেমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট (Supreme Court) নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না বলেও মন্তব্য করে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ জানায় কেবলমাত্র সাংবাদিক বা সমাজকর্মীদের নয়, দেশের প্রত্যেক নাগরিকের গোপনীয়তার অধিকার রয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 02, 2022 11:59 PM IST