জাতীয় স্তরে বড় ধাক্কা, '২৪-এর পর দিল্লিতে মমতা' বলা সেই পবন কুমার বর্মা তৃণমূল ছাড়লেন!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
দিল্লিতে গিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন জেডিইউয়ের প্রাক্তন সাংসদ পবন বর্মা। (Pavan K Varma)
#পটনা: বিহারে পালা বদল হতেই জোড়া ফুল শিবিরের সঙ্গ ছাড়লেন পবন কুমার বর্মা। জেডিইউ'য়ের এই প্রাক্তন সাংসদ গত বছর যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। কয়েক মাসের ব্যবধানেই দল ছাড়লেন তিনি৷ দিল্লিতে গিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন জেডিইউয়ের প্রাক্তন সাংসদ পবন বর্মা।
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপদেষ্টা ছিলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বাসভবনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান জেডিইউর প্রাক্তন সাংসদ। সেখানেই তৃণমূলের যোগ দেন তিনি। সেই সময় দলে যোগ দিয়েই তিনি বলেছিলেন, "আমি বিশ্বাস করি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকবেন।"
advertisement
advertisement
Dear @MamataOfficial ji, Please accept my resignation from the @AITCofficial. I want to thank you for the warm welcome accorded to me, and for your affection and courtesies. I look forward to remaining in touch. Wishing you all the best, and with warm regards, Pavan K. Varma
— Pavan K. Varma (@PavanK_Varma) August 12, 2022
advertisement
পবন বর্মা একজন দক্ষ কূটনীতিবিদ। ভুটানে ভারতের রাষ্ট্রদূত ছিলেন এক কালে। পরবর্তী সময়ে রাজনীতিতে পা রাখেন। প্রথমে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উপদেষ্টার পদে ছিলেন তিনি, পরে জেডিইউয়ের টিকিটেই রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। নীতীশ কুমারও যথেষ্ট ভরসা রাখেন এই দুঁদে কূটনীতিকের উপর। এককালে জনতা দল ইউনাইটেডের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বও সামলেছেন পবন বর্মা। দলের মুখপাত্রের ভূমিকাতেও দেখা গিয়েছিল তাঁকে।
advertisement

আরও পড়ুন: তড়িঘড়ি এল খাট, মধ্যরাতে নিজামে ঢুকতেই অনুব্রতকে ঘিরে একের পর এক চমক! 'যত্ন' করছে সিবিআই
এদিন সকালেই ট্যুইট করে পবন বর্মা জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন তিনি। একই সঙ্গে তাঁর ইস্তফাপত্র যেন দল গ্রহণ করে সেই আবেদনও তিনি করেন। পবন বর্মার দল ত্যাগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তবে তিনি জেডিইউতেই ফিরছেন নাকি অন্য দলে যোগ দিচ্ছেন সেই বিষয়ে মন্তব্য করেননি কেউই।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 12, 2022 1:26 PM IST