পাঠানকোটকাণ্ডে সলবিন্দরকে ক্লিনচিট দিল এনআইএ
Last Updated:
পলিগ্রাফি টেস্টের ভিত্তিতে ক্লিনচিট পেলেন গুরুদাসপুরের এসপি সলবিন্দর সিং ৷ পাঠানকোটকাণ্ডে গোয়েন্দা সংস্থার সন্দের তালিকায় ছিল গুরুদাসপুরের এসপি ৷ এরপর থেকেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় সলবিন্দর ৷ কিন্তু তাঁর বয়ানে অসঙ্গতি মেলায় সন্তুষ্ট হচ্ছিলেন না তদন্তের দায়িত্বে থাকা এনআইএ ৷ তাই সলবিন্দরের সত্যতা যাচাই করতেই আদালতের কাছে সলবিন্দর সিংয়ের পলিগ্রাফি টেস্ট করার অনুমতি চান এনআইএ ৷
#নয়াদিল্লি: পলিগ্রাফি টেস্টের ভিত্তিতে ক্লিনচিট পেলেন গুরুদাসপুরের এসপি সলবিন্দর সিং ৷ পাঠানকোটকাণ্ডে গোয়েন্দা সংস্থার সন্দের তালিকায় ছিল গুরুদাসপুরের এসপি ৷ এরপর থেকেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় সলবিন্দরকে ৷ কিন্তু তাঁর বয়ানে অসঙ্গতি মেলায় সন্তুষ্ট হচ্ছিলেন না তদন্তের দায়িত্বে থাকা এনআইএ ৷ তাই সলবিন্দরের সত্যতা যাচাই করতেই আদালতের কাছে সলবিন্দর সিংয়ের পলিগ্রাফি টেস্ট করার অনুমতি চান এনআইএ ৷
সলবিন্দর সিংয়ের পলিগ্রাফি টেস্ট রিপোর্টে কিছু ধরা পড়েনি। এমনটাই এদিন জানালেন এনআইএ ৷ জঙ্গিরা মাদক পাচারকারীদের সাহায্যে সীমান্ত পেরিয়েছিল বলে প্রমাণ পেয়েছিল গোয়েন্দা বাহিনী। এই মাদক পাচারকারীদের সঙ্গে তাঁর কোন যোগ ছিল কিনা সে বিষয়ে তদন্ত করছিল এনআইএ ৷ কিন্তু পলিগ্রাফি টেস্টে সন্দেহজনক কিছু না মেলায় সলবিন্দরকে ক্লিনচিট দিল এনআইএ ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 23, 2016 2:25 PM IST