Pathaan Trailer on Burj Khalifa : বুর্জ খলিফায় আলোর রেখায় ফুটে উঠল পাঠান-এর ট্রেলর, দেখলেন স্বয়ং শাহরুখ

Last Updated:

Pathaan Trailer on Burj Khalifa : বাদশাহ নিজে আইকনিক বুর্জ খলিফার গায়ে পাঠান-এর ট্রেলর দেখলেন

বহু তারকাখচিত এই ছবি মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি
বহু তারকাখচিত এই ছবি মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি
মুম্বই: দুবাইয়ে বুর্জ খলিফায় গায়ে প্রোজেক্টেড করা হল পাঠান-এর ট্রেলর। আলোর রেখায় শনিবার ফুটে উঠল শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত ছবির ঝলক। যশ রাজ ফিল্মস-এর তরফে জানানো হয়েছে আন্তর্জাতিক লিগ টি-২০-র জন্য শাহরুখ এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে। বাদশাহ নিজে আইকনিক বুর্জ খলিফার গায়ে পাঠান-এর ট্রেলর দেখলেন।
আন্তর্জাতিক ডিস্ট্রিবিউটর নেলসন ডি’সুজা জানিয়েছেন বর্তমানে পাঠান বহু প্রতীক্ষিত ছবি। এরকম ছবি বড় স্কেলে দেখানোর যোগ্য। তাঁর কথায়, "বিশ্বের বিস্ময় বুর্জ খলিফায় যখন পাঠান-এর ট্রেলর দেখানো হয়, তখন শাহরুখ স্বয়ং উপস্থিত ছিলেন। সংযুক্ত আরব আমিরশাহীতে শাহরুখের ফ্যান ফলোয়িং অগণিত।"
আরও পড়ুন :  গোল্ডেন গ্লোব-এর পর এ বার হবে অস্কার জয়, আত্মবিশ্বাসী 'নাটু নাটু' স্রষ্টা কীরাবাণী
শাহরুখ-দীপিকার পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া এবং আশুতোষ রানা। বহু তারকাখচিত এই ছবি মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি। সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেলর দেখে অনুরাগীরা উচ্ছ্ব্সিত। আড়াই মিনিটের ট্রেলরে শাহরুখ এবং দীপিকাকে দেখানো হয়েছে স্পাই হিসেবে। ছবিতে দুর্ধর্ষ খলনায়ক জন আব্রাহাম ছক কষছেন ভারতের উপর বড় নাশকতামূলক আক্রমণের। তাঁর সঙ্গেই শাহরুখের ঘাত প্রতিঘাতে জমে উঠেছে ট্রেলর।
advertisement
advertisement
এ বছর শাহরুখের আরও দুটি ছবি মুক্তি পাবে। রাজকুমার হিরানি পরিচালিত ছবি 'ডঙ্কী’-তে তাঁকে দেখা যাবে তাপসী পন্নুর বিপরীতে। পাশাপাশি ২ জুন প্রেক্ষাগৃহে আসবে 'জওয়ান'।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Pathaan Trailer on Burj Khalifa : বুর্জ খলিফায় আলোর রেখায় ফুটে উঠল পাঠান-এর ট্রেলর, দেখলেন স্বয়ং শাহরুখ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement