Pathaan Trailer on Burj Khalifa : বুর্জ খলিফায় আলোর রেখায় ফুটে উঠল পাঠান-এর ট্রেলর, দেখলেন স্বয়ং শাহরুখ
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Pathaan Trailer on Burj Khalifa : বাদশাহ নিজে আইকনিক বুর্জ খলিফার গায়ে পাঠান-এর ট্রেলর দেখলেন
মুম্বই: দুবাইয়ে বুর্জ খলিফায় গায়ে প্রোজেক্টেড করা হল পাঠান-এর ট্রেলর। আলোর রেখায় শনিবার ফুটে উঠল শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত ছবির ঝলক। যশ রাজ ফিল্মস-এর তরফে জানানো হয়েছে আন্তর্জাতিক লিগ টি-২০-র জন্য শাহরুখ এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে। বাদশাহ নিজে আইকনিক বুর্জ খলিফার গায়ে পাঠান-এর ট্রেলর দেখলেন।
আন্তর্জাতিক ডিস্ট্রিবিউটর নেলসন ডি’সুজা জানিয়েছেন বর্তমানে পাঠান বহু প্রতীক্ষিত ছবি। এরকম ছবি বড় স্কেলে দেখানোর যোগ্য। তাঁর কথায়, "বিশ্বের বিস্ময় বুর্জ খলিফায় যখন পাঠান-এর ট্রেলর দেখানো হয়, তখন শাহরুখ স্বয়ং উপস্থিত ছিলেন। সংযুক্ত আরব আমিরশাহীতে শাহরুখের ফ্যান ফলোয়িং অগণিত।"
আরও পড়ুন : গোল্ডেন গ্লোব-এর পর এ বার হবে অস্কার জয়, আত্মবিশ্বাসী 'নাটু নাটু' স্রষ্টা কীরাবাণী
শাহরুখ-দীপিকার পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া এবং আশুতোষ রানা। বহু তারকাখচিত এই ছবি মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি। সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেলর দেখে অনুরাগীরা উচ্ছ্ব্সিত। আড়াই মিনিটের ট্রেলরে শাহরুখ এবং দীপিকাকে দেখানো হয়েছে স্পাই হিসেবে। ছবিতে দুর্ধর্ষ খলনায়ক জন আব্রাহাম ছক কষছেন ভারতের উপর বড় নাশকতামূলক আক্রমণের। তাঁর সঙ্গেই শাহরুখের ঘাত প্রতিঘাতে জমে উঠেছে ট্রেলর।
advertisement
advertisement
এ বছর শাহরুখের আরও দুটি ছবি মুক্তি পাবে। রাজকুমার হিরানি পরিচালিত ছবি 'ডঙ্কী’-তে তাঁকে দেখা যাবে তাপসী পন্নুর বিপরীতে। পাশাপাশি ২ জুন প্রেক্ষাগৃহে আসবে 'জওয়ান'।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 14, 2023 11:22 PM IST