Passengers Suffering After Train Accident: ‘ছেলের জ্বর চলে এসেছে, ৭৭ ঘণ্টা ধরে ট্রেনে আটকে’, রেল দুর্ঘটনার ভয়ানক অভিজ্ঞতা বাঙালি পরিবারের

Last Updated:

Passengers Suffering After Train Accident: বাথরুমের ভয়ানক অবস্থা। রেল কর্মীরাও ওভারটাইম করে করে ক্লান্ত। ফলে কিছুতেই বাথরুম পরিষ্কার হচ্ছে না। এক চাদর, বালিশেই কাটাতে হচ্ছে চারদিন।

কলকাতা: অন্ধ্রপ্রদেশের ট্রেন দুর্ঘটনার জেরে বিপর্যস্ত রেল পরিষেবা। আর তারই শিকার হলেন যাত্রীরা। এখনও একাধিক ট্রেন স্থগিত। রাতের পর রাত কেটে যাচ্ছে। কিন্তু ট্রেন এগোচ্ছে না। চরম ভোগান্তিতে সকলে।
২২৬৪১ টিভিসি তিরুবনন্তপুরম সেন্ট্রাল-শালিমান সুপারফাস্ট এক্সপ্রেসে আটকে বাঙালি এক পরিবারের সঙ্গে কথা হল নিউজ18 বাংলার। প্রতীক বন্দ্যোপাধ্যায় তাঁর পরিবারের সঙ্গে সেই ট্রেনে চেপে কলকাতা ফিরছেন। এই মুহূর্তে বিলাসপুরে আটকে তাঁরা। দেড় দিনের ট্রেনযাত্রা এখন সাড়ে ৪ দিন পেরতে চলল। ৭৭ ঘণ্টার বেশি হয়ে গিয়েছে এক কামরায় আটকে তাঁরা।
advertisement
advertisement
শনিবার ত্রিবান্দ্রাম থেকে ট্রেন ছেড়েছে বিকেল ৫টায়। সোমবার, অর্থাৎ গতকাল দুপুরে শালিমারে নামার কথা ছিল। কয়েক ঘণ্টা দেরি হতেই পারে, এমনটাই ভেবেছিলেন তিনি। কিন্তু দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে, বাড়ি পৌঁছতে পারছেন না কেউ।
প্রতীকের কথায়, ‘‘তাও আমরা এসি-তে আছি বলে বাঁচোয়া। যাঁরা নন এসি-তে, তাঁরা কেমন আছেন জানি না। এখানে আবার অন্য মুশকিল। এসি-তে বাচ্চাদের জ্বর চলে আসছে। প্রচণ্ড কাশি হচ্ছে। আমার নিজের ছেলেরই জ্বর। পাশের কামরায় রাইলস টিউব লাগানো পেশেন্ট রয়েছেন, তিনি আরও অসুস্থ হয়ে পড়েছেন। ভাইজাগ থেকে ১০০ কিমি দূরে ট্রেনটা দাঁড়িয়ে ছিল। কতক্ষণ লাগবে, কেন দাঁড়িয়েছে, কারও কাছে কোনও আপডেটই ছিল না। বাইরে থেকে খবর পেলাম, ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। তারপর থেকে সিগন্যালিংয়ের বিশাল সমস্যা। কোথায় কোন জঙ্গলে আটকে পড়ছি, কিছু বুঝতে পারছি না।’’
advertisement
একটাই স্বস্তি, এখনও পর্যন্ত প্যান্ট্রি চালু রয়েছে। তাই খাবার এবং জল পাচ্ছেন তাঁরা। কিন্তু বাথরুমের ভয়ানক অবস্থা। রেল কর্মীরাও ওভারটাইম করে করে ক্লান্ত। ফলে কিছুতেই বাথরুম পরিষ্কার হচ্ছে না। এক চাদর, বালিশেই কাটাতে হচ্ছে চারদিন। যাত্রীদের একটিই দাবি, তাঁদের যেন সময়মতে খবর দেওয়া হয়, কোথায় কেন দাঁড়াচ্ছে ট্রেন, কখন তাঁরা পৌঁছতে পারবেন, অথবা তাঁদের মতো দুরপাল্লার ট্রেন যেন একটু আগে সিগন্যালিং দিয়ে ছেড়ে দেওয়া হয়।
advertisement
গত ২৯ অক্টোবর 08532 বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেন এবং 08504 বিশাখাপত্তনম-রায়গাড়া প্যাসেঞ্জার স্পেশ্যাল ট্রেনের সংঘর্ষের ফলেই এই দুর্ঘটনা ঘটে যায়। ঘটনার পিছনের ‘মানব ত্রুটি’ কারণ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। মৃত্যু হয়েছে অনেকের। আহতও প্রায় শতাধিক।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Passengers Suffering After Train Accident: ‘ছেলের জ্বর চলে এসেছে, ৭৭ ঘণ্টা ধরে ট্রেনে আটকে’, রেল দুর্ঘটনার ভয়ানক অভিজ্ঞতা বাঙালি পরিবারের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement