Passengers Suffering After Train Accident: ‘ছেলের জ্বর চলে এসেছে, ৭৭ ঘণ্টা ধরে ট্রেনে আটকে’, রেল দুর্ঘটনার ভয়ানক অভিজ্ঞতা বাঙালি পরিবারের

Last Updated:

Passengers Suffering After Train Accident: বাথরুমের ভয়ানক অবস্থা। রেল কর্মীরাও ওভারটাইম করে করে ক্লান্ত। ফলে কিছুতেই বাথরুম পরিষ্কার হচ্ছে না। এক চাদর, বালিশেই কাটাতে হচ্ছে চারদিন।

কলকাতা: অন্ধ্রপ্রদেশের ট্রেন দুর্ঘটনার জেরে বিপর্যস্ত রেল পরিষেবা। আর তারই শিকার হলেন যাত্রীরা। এখনও একাধিক ট্রেন স্থগিত। রাতের পর রাত কেটে যাচ্ছে। কিন্তু ট্রেন এগোচ্ছে না। চরম ভোগান্তিতে সকলে।
২২৬৪১ টিভিসি তিরুবনন্তপুরম সেন্ট্রাল-শালিমান সুপারফাস্ট এক্সপ্রেসে আটকে বাঙালি এক পরিবারের সঙ্গে কথা হল নিউজ18 বাংলার। প্রতীক বন্দ্যোপাধ্যায় তাঁর পরিবারের সঙ্গে সেই ট্রেনে চেপে কলকাতা ফিরছেন। এই মুহূর্তে বিলাসপুরে আটকে তাঁরা। দেড় দিনের ট্রেনযাত্রা এখন সাড়ে ৪ দিন পেরতে চলল। ৭৭ ঘণ্টার বেশি হয়ে গিয়েছে এক কামরায় আটকে তাঁরা।
advertisement
advertisement
শনিবার ত্রিবান্দ্রাম থেকে ট্রেন ছেড়েছে বিকেল ৫টায়। সোমবার, অর্থাৎ গতকাল দুপুরে শালিমারে নামার কথা ছিল। কয়েক ঘণ্টা দেরি হতেই পারে, এমনটাই ভেবেছিলেন তিনি। কিন্তু দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে, বাড়ি পৌঁছতে পারছেন না কেউ।
প্রতীকের কথায়, ‘‘তাও আমরা এসি-তে আছি বলে বাঁচোয়া। যাঁরা নন এসি-তে, তাঁরা কেমন আছেন জানি না। এখানে আবার অন্য মুশকিল। এসি-তে বাচ্চাদের জ্বর চলে আসছে। প্রচণ্ড কাশি হচ্ছে। আমার নিজের ছেলেরই জ্বর। পাশের কামরায় রাইলস টিউব লাগানো পেশেন্ট রয়েছেন, তিনি আরও অসুস্থ হয়ে পড়েছেন। ভাইজাগ থেকে ১০০ কিমি দূরে ট্রেনটা দাঁড়িয়ে ছিল। কতক্ষণ লাগবে, কেন দাঁড়িয়েছে, কারও কাছে কোনও আপডেটই ছিল না। বাইরে থেকে খবর পেলাম, ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। তারপর থেকে সিগন্যালিংয়ের বিশাল সমস্যা। কোথায় কোন জঙ্গলে আটকে পড়ছি, কিছু বুঝতে পারছি না।’’
advertisement
একটাই স্বস্তি, এখনও পর্যন্ত প্যান্ট্রি চালু রয়েছে। তাই খাবার এবং জল পাচ্ছেন তাঁরা। কিন্তু বাথরুমের ভয়ানক অবস্থা। রেল কর্মীরাও ওভারটাইম করে করে ক্লান্ত। ফলে কিছুতেই বাথরুম পরিষ্কার হচ্ছে না। এক চাদর, বালিশেই কাটাতে হচ্ছে চারদিন। যাত্রীদের একটিই দাবি, তাঁদের যেন সময়মতে খবর দেওয়া হয়, কোথায় কেন দাঁড়াচ্ছে ট্রেন, কখন তাঁরা পৌঁছতে পারবেন, অথবা তাঁদের মতো দুরপাল্লার ট্রেন যেন একটু আগে সিগন্যালিং দিয়ে ছেড়ে দেওয়া হয়।
advertisement
গত ২৯ অক্টোবর 08532 বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেন এবং 08504 বিশাখাপত্তনম-রায়গাড়া প্যাসেঞ্জার স্পেশ্যাল ট্রেনের সংঘর্ষের ফলেই এই দুর্ঘটনা ঘটে যায়। ঘটনার পিছনের ‘মানব ত্রুটি’ কারণ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। মৃত্যু হয়েছে অনেকের। আহতও প্রায় শতাধিক।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Passengers Suffering After Train Accident: ‘ছেলের জ্বর চলে এসেছে, ৭৭ ঘণ্টা ধরে ট্রেনে আটকে’, রেল দুর্ঘটনার ভয়ানক অভিজ্ঞতা বাঙালি পরিবারের
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement