IndiGo: আচমকাই বিমানে রক্তবমি যাত্রীর, নাগপুরে জরুরি অবতরণ, তবুও বাঁচল না প্রাণ!
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
IndiGo: ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, মুম্বই থেকে রাঁচিগামী ইন্ডিগো বিমানে মাঝপথে ৬২ বছর বয়সী এক যাত্রীর হঠাৎ রক্তবমি শুরু হয়।
মাঝ আকাশে বিমান। হঠাৎই রক্তবমি শুরু এক যাত্রীর। ইন্ডিগো এয়ারলাইন্সের মুম্বই-রাঁচি ফ্লাইটে তখন ত্রাহি ত্রাহি অবস্থা। শেষ পর্যন্ত নাগপুরে জরুরি অবতরণ করে বিমান। কিন্তু সেই যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।
ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, মুম্বই থেকে রাঁচিগামী ইন্ডিগো বিমানে মাঝপথে ৬২ বছর বয়সী এক যাত্রীর হঠাৎ রক্তবমি শুরু হয়। যে কোনও জরুরি অবস্থার মোকাবিলায় নাগপুর বিমানবন্দরে কেআইএমএস-কিংসওয়ে হাসপাতাল রয়েছে। জরুরি অবতরণের মেডিক্যাল টিম তাঁর চিকিৎসা করেন। কিন্তু ওই যাত্রীকে বাঁচানো যায়নি।
advertisement
যাত্রীর নাম দেবানন্দ তিওয়ারি। বয়স ৬২ বছর। ঘটনাটি ঘটেছে মুম্বই থেকে রাঁচিতে আসা ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর 6E 5093-এ। বিমানেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। হাসপাতালের একটি প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ওই যাত্রী যক্ষ্মা এবং দীর্ঘস্থায়ী কিডনি রোগে (সিকেডি) ভুগছিলেন। বিমানেই প্রচুর রক্ত বমি করেন। শরীর দুর্বল হয়ে যায়। মেডিক্যাল টিম চিকিৎসা করেও বাঁচাতে পারেনি। ডিজিএম (ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন) এজাজ শামি এ তথ্য জানিয়েছেন।
advertisement
পরবর্তী প্রক্রিয়ার জন্য মৃতদেহ সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় ছাড়পত্রের পরে, ইন্ডিগো ফ্লাইট ফের নাগপুর থেকে যাত্রা শুরু করে। উল্লেখ্য, বিমানবন্দর থেকে মৃত রোগীকে হাসপাতালে আনার এটি দ্বিতীয় ঘটনা। গত সপ্তাহে, ৪০ বছর বয়সি ইন্ডিগো পাইলট ক্যাপ্টেন মনোজ সুব্রহ্মণ্যম বিমানবন্দরের নিরাপত্তা হোল্ড এলাকায় নাগপুর-পুণে ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন। আচমকাই মৃত্যু হয় তাঁর। প্রাথমিক রিপোর্টে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পাইলটের মৃত্যু হয় বলে জানানো হয়েছে। এই ঘটনায় বিমানবন্দরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
advertisement
অন্য দিকে, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) উজবেকিস্তানের তাসখন্দে ইন্ডিগো ফ্লাইটের পরিষেবা শুরুর অনুমোদন দিয়েছে। বিমান সংস্থা জানিয়েছে, ২২ সেপ্টেম্বর থেকে তারা তাসখন্দে পরিষেবা শুরু করবে। এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, ডিজিসিএ সেপ্টেম্বর থেকে ইন্ডিগোর তাসখন্দে ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে। ইন্ডিগো সপ্তাহে চারবার দিল্লি এবং তাসখন্দের মধ্যে সরাসরি পরিষেবা শুরু করবে। এটি হবে এয়ারলাইনের ৩১তম আন্তর্জাতিক গন্তব্য।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 22, 2023 5:07 PM IST