Manipur Elections 2022: এশিয়ার বৃহত্তম নারী পরিচালিত বাজার, সেই মণিপুরেই কেন রাজনীতি বিমুখ মহিলারা?

Last Updated:

মণিপুরের মোট জনসংখ্যার ৫২ শতাংশই মহিলা৷ অথচ মণিপুরের নির্বাচনে ২৬৫ জন প্রার্থীর মধ্যে মাত্র ১৭ মহিলা(Manipur Assembly Elections 2022)৷

মণিপুরের ইমা মার্কেটের মহিলা বিক্রেতারা৷
মণিপুরের ইমা মার্কেটের মহিলা বিক্রেতারা৷
#ইম্ফল: এশিয়ার সর্ববৃহৎ মহিলা পরিচালিত বাজারের নাম মণিপুরের ইমা মার্কেট (Manipur Ima Market)৷ রাজধানী ইম্ফলের প্রাণকেন্দ্রে অবস্থিত এই বাজার মণিপুরের (Manipur Elections 2022) অন্যতম আকর্ষণ৷ শুধু তাই নয়, মনোরমা দেবীর ধর্ষণের প্রতিবাদে নগ্ন হয়ে বিক্ষোভ হোক বা আফস্পা প্রত্যাহারের দাবিতে ইরম শর্মিলার আমরণ অনশন৷ মণিপুরী মহিলাদের প্রতিবাদী রূপ দেখেছে গোটা দেশ৷ অথচ গোটা উত্তর পূর্ব ভারতের মতো মণিপুরেও রাজনীতিতে মহিলাদের উপস্থিতি যেন সীমিতই থেকে গিয়েছে৷
এবারের মণিপুরের বিধানসভা নির্বাচনেও বদলালো না ছবিটা৷
মণিপুরের মোট জনসংখ্যার ৫২ শতাংশই মহিলা৷ অথচ মণিপুরের নির্বাচনে ২৬৫ জন প্রার্থীর মধ্যে মাত্র ১৭ মহিলা৷ যা মাত্র ৬.২৫ শতাংশ৷ ১৭ জনের মধ্যে চার জনকে টিকিট দিয়েছে কংগ্রেস, তিন জন করে মহিলা প্রার্থীদের টিকিট দিয়েছে বিজেপি এবং এনপিপি৷ এনসিপি এবং সিপিআই দু' জন করে মহিলা প্রার্কে নির্বাচনে প্রার্থী করেছে৷ জেডিইউ এবং স্থানীয় একটি দলের টিকিটে লড়ছেন একজন করে মহিলা প্রার্থী৷ নির্দল হিসেবে লড়ছেন দু' জন মহিলা৷
advertisement
advertisement
কিন্তু উত্তর পূর্বের রাজনীতি থেকে বিমুখ কেন মহিলারা? সেই উত্তর জানতেই ইমা মার্কেটে গিয়েছিল নিউজ ১৮ বাংলা৷
ষোড়শ শতকে মণিপুরী পুরুষদের দূর দূরান্তে কাজে যেতে বাধ্য করা হত৷ যার ফলে মহিলারাই এই বাজার শুরু করতে একরকম বাধ্য হন৷ মণিপুরী ভাষায় ইমা শব্দের অর্থ মা৷ সকাল সাতটা থেকে শুরু করে সন্ধে পর্যন্ত গমগম করে ইম্ফলের ইমা মার্কেট৷
advertisement
ইম্ফলের ইমা মার্কেটে এক মহিলা বিক্রেতা৷ 
গত কুড়ি বছর ধরে ইমা মার্কেটে ব্যবসা চালানো সুনীতা নামে এক বিক্রেতার কথায়, 'আমরা ভোর চারটের সময় উঠে বাড়ির সব কাজ সেরে এখানে এসে দোকান খুলি৷ আমরা জীবিকা অর্জনের জন্য এখানে আসি৷ রাজনীতি নিয়ে আমরা ভাবব কখন?'
advertisement
সুনীতার মতোই কমবেশি ইমা মার্কেটে আসা প্রায় সব মহিলারাই মনে করেন, পুরুষরা মহিলাদের থেকে রাজনীতি ভাল বোঝেন৷
ঝা শঙ্কর নামে আর এক মহিলা বলেন, 'ইমা বাজার আমাদের ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে৷ এখানে কঠিন পরিশ্রম করা একরকম আর রাজনীতি সম্পূর্ণ আলাদা বিষয়৷ মহিলারা দুর্বল হয়৷ নির্বাচনের সময় তাঁরা কীভাবে চতুর্দিকে ছুটে বেড়াবেন?'
advertisement
ইম্ফলের ইমা মার্কেট৷
তানিয়া নামে এক তরুণ সাংবাদিকের অবশ্য ব্যাখ্যা, 'রাজনীতিতে মহিলাদের অংশীদারিত্ব ধীরে ধীরে বাড়ছে৷ ২০১৬ সালের নির্বাচনে মণিপুরে মহিলা প্রার্থীদের সংখ্যা ছিল তিন শতাংশের কিছু বেশি৷ এবার তা বেড়ে ৬ শতাংশে পৌঁছেছে৷ আশা করি ভবিষ্যতে তা আরও বাড়বে৷'
advertisement
বিজেপি-র মহিলা মোর্চার রাজ্য সভাপতি শারদা দেবী বলেন, 'রাজনীতি নিয়ে মহিলাদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে৷ স্থানীয় স্তরে স্বশাসিত সংস্থাগুলিতে মহিলাদের প্রতিনিধিত্ব রয়েছে৷ রাজ্যস্তরেও তা বাড়বে বলে আমি নিশ্চিত৷'
লতিকা নামে স্থানীয় এক বিজেপি নেত্রীর দাবি, তিনি প্রার্থী হতে চাইলেও তাঁকে টিকিট দেয়নি দল৷ যে কোনও কেন্দ্র থেকেই তিনি লড়তে রাজি বলে দাবি করেছেন লতিকা৷
advertisement
মণিপুরের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা ভক্তচরণ দাস বলেন, 'মহিলাদের প্রার্থী করার উপরে প্রিয়াঙ্কা গান্ধি বিশেষ জোর দিয়েছেন৷ আমরা মহিলা প্রতিনিধিত্ব বৃদ্ধির চেষ্টা করছি৷'
মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং বলেন, 'আমরা তিনটি কেন্দ্রে মহিলাদের টিকিট দিয়েছি৷ এটা ধীরে ধীরে আরও বাড়বে৷ এবারে আমরা জয়ের সম্ভাবনা এবং আনুগত্যের উপরে জোর দিয়েই টিকিট বণ্টন করেছি৷'
বাংলা খবর/ খবর/দেশ/
Manipur Elections 2022: এশিয়ার বৃহত্তম নারী পরিচালিত বাজার, সেই মণিপুরেই কেন রাজনীতি বিমুখ মহিলারা?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement