Manipur Elections 2022: এবার মণিপুরেও সরকার গড়বে এনপিপি, দাবি মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
অতীতে বিজেপি-র জোটসঙ্গী ছিল এনপিপি৷ কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে মণিপুরে সেই বিজেপি-র বিরুদ্ধেই লড়ছে কনরাড সাংমার দল (Manipur Assembly Elections 2022)৷
#ইম্ফল: মণিপুরে (Manipur Assembly Elections 2022) সরকার গঠনে শুধু মুখ্য ভূমিকা নেওয়া নয়, এবার একার কৃতিত্বেই ক্ষমতায় আসতে পারবে ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি৷ এমনই দাবি করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী এবং এনপিপি প্রধান কনরাড সাংমা (Conrad Sangma)৷
সম্প্রতি মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস বিধায়ক মুকুল সাংমার নেতৃত্বে বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছিলেন৷ কনরাড সাংমার দাবি, তৃণমূলে যোগ দেওয়া বেশ কয়েকজন বিধায়কও এনপিপি-র সঙ্গে যোগাযোগ রাখছেন৷
advertisement
advertisement
অতীতে বিজেপি-র জোটসঙ্গী ছিল এনপিপি৷ কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে মণিপুরে সেই বিজেপি-র বিরুদ্ধেই লড়ছে কনরাড সাংমার দল৷ কনরাড সাংমা দাবি করেছেন, গত বিধানসভা নির্বাচনেও ভোটের আগে কোনও জোটে যায়নি এনপিপি৷ ভোটের ফল বেরনোর পরই পরিস্থিতি অনুযায়ী বিজেপি-র সঙ্গে জোট গড়েছিলেন তারা৷ এবারেও ১০ মার্চ ফল ঘোষণার পরই যে এনপিপি ভবিষ্যৎ রণকৌশল ঠিক করবে, তা স্পষ্ট করে দিয়েছেন এনপিপি প্রধান৷
advertisement
কনরাড সাংমার অভিযোগ, এবারের মণিপুরের নির্বাচন হিংসাত্মক হয়ে উঠছে৷ তাঁদের প্রার্থীদের উপরে হামলাও হচ্ছে৷ ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়ে নিজেদের প্রার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছে এনপিপি৷
মণিপুরের ৩৯টি আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে এনপিপি৷ কনরাড সাংমার দলকে কালো ঘোড়া বলে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা৷ মেঘালয়ের মুখ্যমন্ত্রীরও দাবি, প্রচারে তারা যে ধরনের সাড়া পাচ্ছেন, তাতে এবার মণিপুরে এনপিপি-ই একক বৃহত্তম দল হিসেবে উঠে আসবে৷ তবে পরিস্থিতি অনুযায়ী যে তিনি ফের বিজেপি-র সঙ্গে মণিপুরেও হাত মেলাবেন, সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী৷
advertisement
মেঘালয়ের মুখ্যমন্ত্রীর দাবি, যেভাবে মুকুল সাংমা তাঁর অনুগামী বিধায়কদের নিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, তাতে মেঘালয়ের বিরোধী শিবির দুর্বল হয়েছে৷ কনরাড সাংমার অবশ্য দাবি, ইতিমধ্যেই মুকুল সাংমার মেয়ের এলাকা থেকে এক তৃণমূল নেতা এনপিপি-তে যোগ দিয়েছেন৷ তৃণমূলে যোগ দেওয়া আরও বেশ কয়েকজন তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও দাবি করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 21, 2022 6:31 PM IST