Parliament Smoke Attack: সংসদে স্মোক হামলার 'মাস্টারমাইন্ড' ললিত গ্রেফতার, নিজে থানায় গিয়ে করল আত্মসমর্পণ
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Parliament Smoke Attack: পুলিশ জানায় অভিযুক্ত ললিত ঝা নিজেই মহেশ নামে এক ব্যক্তির সঙ্গে থানায় পৌঁছে আত্মসমর্পণ করে
নয়া দিল্লি: সংসদের নিরাপত্তা লঙ্ঘন মামলায় ললিত ঝাঁ গ্রেফতার। দিল্লি পুলিশের স্পেশাল সেন তাকে গ্রেফতার করেছে। ললিতকে এই পুরো ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী বলা হচ্ছে। সংসদ ভবনের বাইরে স্লোগান দেওয়ার ভিডিও করছিল সে। পরে তিনি এই ভিডিও ইন্টারনেটে আপলোড করে। পুলিশ জানায়, অভিযুক্ত ললিত ঝা নিজেই মহেশ নামে এক ব্যক্তির সঙ্গে থানায় পৌঁছে আত্মসমর্পণ করে। পরে নয়াদিল্লি জেলা পুলিশ তাকে স্পেশাল সেলের কাছে হস্তান্তর করে।
পুলিশ সূত্রে খবর, এর আগে গ্রেফতার হওয়া সমস্ত অভিযুক্তদের মোবাইল ফোন ছিল ললিতের কাছে। তিনি মূলত কলকাতার বাসিন্দা। পুলিশ শুক্রবার ললিতকে পাতিয়ালা হাউস কোর্টে হাজির করা হবে সম্ভবত। দিল্লি পুলিশ গ্রেফতার হাওয়া বাকি ৪ অভিযুক্তের ৭ দিনের রিমান্ড পেয়েছে। দিল্লি পুলিশ সূত্র বলছে, গত বছর সংসদের নিরাপত্তা লঙ্ঘনের মামলার মাস্টারমাইন্ড ললিত ঝা কর্ণাটকের মহীশূরে প্রথমবার সাগর শর্মা ও মনোরঞ্জনের সঙ্গে দেখা করেছিল।
advertisement
আরও পড়ুন, পার্লামেন্ট ‘স্মোক অ্যাটাকে’র সঙ্গে এবার কলকাতা যোগ! এ শহরেই থাকতেন মূলচক্রী ললিত, কী করতেন জানেন?
advertisement
আরও পড়ুন, ডেরেক ও’ব্রায়েনকে বের করে দিলেন জগদীপ ধনখড়! রাজ্যসভা থেকে বরখাস্ত তৃণমূল সাংসদ, হঠাৎ কেন সাসপেন্ড?
মনোরঞ্জন মহীশূরের বাসিন্দা। তারপর তিনজনই মিলে দেশের দৃষ্টি আকর্ষণের জন্য সংসদে অনুপ্রবেশের পরিকল্পনা করেছিল। পরে ৩৭ বছর বয়সী নীলম এবং ২৫ বছর বয়সী অমলও এই চক্রে যোগ দেয়। পুলিশ সূত্রে খবর, সংসদের নিরাপত্তা লঙ্ঘন মামলার অভিযুক্ত ললিত ঝা ঘটনার ভিডিও তৈরি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দিল্লি থেকে সে বাসে রাজস্থানের নাগৌরে যায়। সেখানে দুই বন্ধুর সঙ্গে দেখা করে এবং একটি হোটেলে রাত কাটায়।
advertisement
পুলিশ সূত্রের খবর, তারপর যখন সে বুঝতে পারে যে পুলিশ তাকে খুঁজছে, তখন ললিত বাসে করে দিল্লিতে এসে আত্মসমর্পণ করে। এরপরই ললিতকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ললিত ঝা-এর নির্দেশে মনোরঞ্জন চলতি বছরের জুলাই মাসে বর্ষাকালীন অধিবেশন চলাকালীন সংসদ ভবনের রেকি পরিচালনা করেছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 14, 2023 11:57 PM IST