18th Paliamentary Session: ‘সরকার গড়তে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, দেশ চালাতে ঐকমত্য,’ অধিবেশনের আগেই বিরোধীদের কড়া বার্তা মোদির
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এদিন সাংসদ হিসাবে শপথগ্রহণের আগে সংবাদমাধ্যমের সামনে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ যথারীতি তাঁর কথায় উঠে আসে বিরোধীদের প্রসঙ্গও৷ এমনকি, ১৯৭৫-এর কংগ্রেস আমলের জরুরি অবস্থার নিন্দাও শোনা যায় মোদিরক মুখে৷
নয়াদিল্লি: শুরু হয়ে গেল দেশের ১৮ তম লোকসভার অধিবেশন৷ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ সাংসদ পদে শপথগ্রহণ করলেন অনেকেই৷ তাঁদের শপথগ্রহণ করালেন প্রোটেম স্পিকার ভার্ত্রুহরি মাহতাব৷ এদিন শপথবাক্য পাঠের তালিকায় ছিলেন রাজনাথ সিং, নিতিন গডকড়ি, শিবরাজ সিং চৌহান, ধর্মেন্দ্র প্রধান, সর্বানন্দ সোনোওয়ালের মতো নেতারা৷ তবে লোকসভার অধিবেশনের প্রথম দিনই বিরোধী কাঁটায় কণ্টকিত ছিল নতুন সংসদ ভবন চত্বর৷ সংবিধান হাতে সংসদ ভবন চত্বরে বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের সদস্যেরা৷ বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন সনিয়া গান্ধিও৷
এদিন সাংসদ হিসাবে শপথগ্রহণের আগে সংবাদমাধ্যমের সামনে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ যথারীতি তাঁর কথায় উঠে আসে বিরোধীদের প্রসঙ্গও৷ এমনকি, ১৯৭৫-এর কংগ্রেস আমলের জরুরি অবস্থার নিন্দাও শোনা যায় মোদির মুখে৷
বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে এদিন মোদিকে বলতে শোনা যায়, ‘‘দেশের মানুষ আইনসভার সদস্যদের কাছ থেকে কোনও নাটক চায় না, কোনও বাধা বিপত্তি চায় না৷ তাঁরা বিরোধীদের কাছ থেকে ভাল কোনও পদক্ষেপই আশা করে৷ আমি আশা করি, গণতন্ত্রের কথা মনে রেখে দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্খা পূরণ করতে পারবেন৷ মানুষ কাজ চায়, স্লোগান নয়৷’’
advertisement
advertisement
আরও পড়ুন: বদলে যাচ্ছে লাস্ট মেট্রোর সময়! আজ থেকেই শুরু…না জানলেই রাত বিরেতে বিপদ
মোদির কথায়, ‘‘দেশ দায়িত্বশীল বিরোধী চায় এবং যাঁরা ১৮তম লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদে এসেছেন, তাঁদের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে৷’’
#WATCH | PM Narendra Modi says, “The people of the country expect good steps from the opposition. I hope that the opposition will live up to the expectations of the common citizens of the country to maintain the dignity of democracy. People do not want drama, disturbance. People… pic.twitter.com/j0IFFtpkVU
— ANI (@ANI) June 24, 2024
advertisement
প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘‘গত ১০ বছরে, আমরা সবসময় একটি ঐতিহ্য বাস্তবায়নের চেষ্টা করেছি কারণ আমরা বিশ্বাস করি যে, সরকার চালাতে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, কিন্তু দেশ পরিচালনার জন্য কোনও বিষয়ে সর্বসম্মত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, সকলের সম্মতিতে এবং সকলকে একসঙ্গে নিয়ে মা ভারতীর সেবা করার এবং ১৪০ কোটি মানুষের আশা-আকাঙ্খা পূরণ করার জন্য আমরা নিরন্তর প্রচেষ্টা করতে থাকব।”
advertisement
আরও পড়ুন: কোন হরমোনের জন্য মাথায় টাক পড়ে জানেন? রোধ করার কোনও চিকিৎসা আছে? জানুন সম্পূর্ণ তথ্য
সোমবার নতুন সংবিধান ভবনে প্রথম প্রোটেম স্পিকারের পদে শপথগ্রহণ করান সাতবারের সাংসদ বি মাহতাবকে৷ তারপরে, মেহতাব বাকি সাংসদদের শপথবাক্য পাঠ করান৷ বাংলার সাংসদদের শপথগ্রহণ হবে আগামী মঙ্গলবার৷ বুধবার, নতুন স্পিকার নির্বাচিত হলে তিনি হাউসের সভাপতিত্ব করবেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
June 24, 2024 12:22 PM IST