Baldness Problem in Men: কোন হরমোনের জন্য মাথায় টাক পড়ে জানেন? রোধ করার কোনও চিকিৎসা আছে? জানুন সম্পূর্ণ তথ্য
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
চুল ঝরতে শুরু করলে আমরা সকলেই উদ্বিগ্ন হয়ে পড়ি৷ এর মধ্যে পুরুষদের মধ্যে চুল দ্রুত উঠে যাওয়া বা টাক পড়ার সমস্যা অন্যভাবেই গুরুত্বপূর্ণ৷ অনেক পুরুষের মধ্যেই দেখা যায় ৩০-৩৫ বছর বয়সের পর থেকেই তাঁদের মাথার চুল উঠে যেতে শুরু করেছে৷ এই প্রতিবেদনে আমরা জানব, ঠিক কী কারণে পুরুষদের মধ্যে টাক পড়ার প্রবণতা দেখা যায়৷
advertisement
সেই কারণেই, চুল ঝরতে শুরু করলে আমরা সকলেই উদ্বিগ্ন হয়ে পড়ি৷ এর মধ্যে পুরুষদের মধ্যে চুল দ্রুত উঠে যাওয়া বা টাক পড়ার সমস্যা অন্যভাবেই গুরুত্বপূর্ণ৷ অনেক পুরুষের মধ্যেই দেখা যায় ৩০-৩৫ বছর বয়সের পর থেকেই তাঁদের মাথার চুল উঠে যেতে শুরু করেছে৷ এই প্রতিবেদনে আমরা জানব, ঠিক কী কারণে পুরুষদের মধ্যে টাক পড়ার প্রবণতা দেখা যায়৷
advertisement
advertisement
অ্যান্ড্রোজেনের অনেকগুলি কাজ রয়েছে এবং প্রধানত এটি পুরুষের মধ্যে গৌন যৌন বৈশিষ্টের বিকাশে সাহায্য করে৷ পুরুষদের মধ্যে চুলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। অতিরিক্ত অ্যান্ড্রোজেন থাকলে একজন পুরুষের মুখে এবং শরীরে বেশি চুল গজাতে পারে, তবে এটি মাথায় চুল পড়ার কারণও হতে পারে। DHT-এর নিম্ন মাত্রাও ভাল নয়, কারণ এটি পুরুষের যৌন অঙ্গের বিকাশেও বাধা দিতে পারে।
advertisement
কীভাবে ডিএইচটি নিয়ন্ত্রণ করবেন? এই হরমোন নিয়ন্ত্রণ করার জন্য চিকিৎসকেরা অ্যান্টি DHT সংক্রান্ত ওষুধ প্রেসক্রাইব করে থাকেন৷ এতে চুল ঝরা বা টাক পড়ার গতি কমে যায় বটে, তবে টাক পড়া সম্পূর্ণরূপে আটকানো যায় না৷ এছাড়া, ভিটামিন বি, কুমড়োর বীজ, গ্রিন টি, ক্যাফেইন সমৃদ্ধ খাবার পুরুষের শরীরে ডিএইচটি-র মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে৷ ডায়েটে এইগুলি রাখলেও টাক পড়ার গতি হ্রাস করা সম্ভব৷
advertisement
তবে মনে রাখবেন, একমাত্র ডিএইচটি হরমোনের মাত্রা বৃদ্ধিই টাকের সমস্যার কারণ নয়। বংশগত কারণে যেমন কোনও পরিবারের পুরুষদের মধ্যে টাকের সমস্যা থাকতে পারে, তেমনই এর পিছনে দায়ী হতে পারে অপুষ্টিজনিত সমস্যা৷ চুলের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ভিটামিনের অভাবের কারণেও টাকের সমস্যা তৈরি হতে পারে। অতএব, DHT ব্লক করার জন্য শ্যাম্পু বা পণ্য নির্বাচন করার আগে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।