Parliament Budget Session: সোমবার সংসদে গান্ধিমূর্তির পাদদেশে বিরোধীদের ধরনা-বিক্ষোভ, উত্তাল হতে চলেছে বাজেট অধিবেশন

Last Updated:

Parliament Budget Session: বিরোধী ঐক্যের আঁচ আছড়ে পড়ে সংসদের উভয়কক্ষে। একক ভাবে এবং সমবেতভাবে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে নানা ইস্যুতে আলোচনা চাওয়া হবে।

সংসদের ফাইল ছবি
সংসদের ফাইল ছবি
#নয়াদিল্লি: বাজেট অধিবেশনের শুরু থেকেই নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে কোমর বাঁধছে তৃণমূল-সহ বিরোধী শিবির। সোমবার গান্ধি মূর্তির পাদদেশে ধরনা বিক্ষোভ করবে বিরোধীরা। উপস্থিত থাকবে তৃণমূলও। তবে, দলের লোকসভা ও রাজ্যসভার দু-জন সাংসদকে পাঠানো হবে। এছাড়াও শুক্রবার রাজ্যসভার বিরোধী দলনেতা মাল্লিকার্জুন খাড়গের দফতরে একটি বৈঠক ডাকা হয়েছিল। যদিও সেই বৈঠকে ছিল না তৃণমূল।
এ বিষয়ে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ''আগেই সমস্ত কৌশল আলোচনা করা হয়ে গিয়েছে। ফলে নতুন করে আর কিছু আলোচনা করার নেই। সেই কারণেই দিনের বৈঠকে যোগ দেয়নি তৃণমূল।'' প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার সকালে খাড়গের ঘরে বৈঠকে যোগ দেয় তৃণমূল। দলের লোকসভা ও রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন বৈঠকে। তাতে হতবাক এবং অভিভূত কংগ্রেস নেতৃত্ব। সোমবার দুপুর ২ টো শুরু হবে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন ভাষণ। ধন্যবাদ জ্ঞাপন হোক বা বাজেট পর্যালোচনা হোক, পুরোদস্তুর সংসদকে কাজে লাগিয়ে ইস্যুটি তুলতে চায় তৃণমূল।
advertisement
advertisement
আরও পড়ুন: 'ভারতীয় ব্যাঙ্কিং সেক্টর 'নিরাপদ'..., SBI-LIC নিয়ে বড় দাবি নির্মলা সীতারমণের!
এদিকে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এলআইসি ইস্যুতে উত্তাল সংসদ। গতকালের মত এ দিন সকালেও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের ঘরে বৈঠক করে বিরোধী দলগুলি। উল্লেখযোগ্যভাবে বৈঠকে হাজির ছিলেন তৃণমূলের কেউই। বৈঠকে যোগ দেয় ডিএমকে, সমাজবাদী পার্টি, জেডিইউ, শিবসেনা, সিপিএম, সিপিআই, এনসিপি, আইইউএমএস, ন্যাশনাল কনফারেন্স, আম আদমি পার্টি এবং কেরল কংগ্রেস।
advertisement
বিরোধী ঐক্যের আঁচ আছড়ে পড়ে সংসদের উভয়কক্ষে। একক ভাবে এবং সমবেতভাবে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে নানা ইস্যুতে আলোচনা চাওয়া হবে। সকালে তুমুল হট্টগোলের মধ্যে মুলতুবি হয়ে যায় লোকসভা ও রাজ্যসভা। স্টেট ব্যাঙ্ক এবং এলআইসি নিয়ে যৌথ সংসদীয় কমিটি অথবা প্রধান বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি তোলে কংগ্রেস। মল্লিকার্জুন খাড়গে বলেন, "আমরা এর তদন্তে যৌথ সংসদীয় কমিটি চাই। না হলে প্রধান বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত চাই। এলআইসি, সেবি এবং অন্যান্য রাষ্ট্রয়াত্ত্ব ব্যাঙ্কে টাকা জমা রেখে বিপদে পড়েছেন সাধারণ মানুষ। সত্য জানতে আমরা সংসদে আলোচনা চাই।" সকালে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় সংসদের উভয়কক্ষ। পরে সভা শুরু হলে দিনের মতো মুলতুবি হয়ে যায় লোকসভা ও রাজ্যসভা।
advertisement
রাজীব চক্রবর্তী
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Parliament Budget Session: সোমবার সংসদে গান্ধিমূর্তির পাদদেশে বিরোধীদের ধরনা-বিক্ষোভ, উত্তাল হতে চলেছে বাজেট অধিবেশন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement