Pariksha Pe Charcha : পরীক্ষা হোক চাপ মুক্ত! ছাত্র-ছাত্রীদের পরামর্শ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার
- Published by:Salmali Das
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Manik Saha: আগরতলার মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভার্চুয়াল মাধ্যমে 'পরীক্ষা পে চর্চা' অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা উপস্থিত ছিলেন।
ত্রিপুরাঃ নিজেকে চাপ মুক্ত রেখে ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যেতে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রধানমন্ত্রীর। পরীক্ষা পে চর্চা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে বলছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ন সাহা৷ ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানের সপ্তম সংস্করণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। নতুন দিল্লির প্রগতি ময়দানের ভারত মন্ডপম-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মতবিনিময় পর্বের আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে ছাত্রছাত্রীদের প্রদর্শিত প্রদর্শনীসমূহ পরিদর্শন করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও উপস্থিত ছিলেন। এই বছর ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে ভারতীয়রা ছাড়াও বিদেশে বসবাসকারী ভারতীয় ছাত্রছাত্রীরাও যোগ দিয়েছিলেন।
আরও পড়ুনঃ বই মেলার শেষও জনপ্রিয় ক্ষুদে লেখকদের বই ‘চরকি’, কয়েক ঘণ্টায় বিক্রি ৩০০ কপি
অনুষ্ঠানে মতবিনিময় পর্বে তাঁদের নানা প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। রাজ্যের পশ্চিম ত্রিপুরার প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছাত্রী অদ্রিতা চক্রবর্তী প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন। আগরতলার মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভার্চুয়াল মাধ্যমে ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে শিক্ষা দফতরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, মধ্যশিক্ষা অধিকর্তা এন সি শর্মা সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা-সহ ছাত্রীরা ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানটি শুনেন।
advertisement
advertisement
ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন, “‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যেসব বিষয়সমূহ সবার সামনে তুলে ধরেছেন সেগুলি আমাদের জীবনে চলার পথে মেনে চললে জীবনের পথ সুগম হবে। পথ প্রদর্শক হিসেবে তিনি আজ নিজেকে তুলে ধরেন। ঘর থেকে সমাজ জীবনের প্রতিটি বিষয় আজ এই মতবিনিময় পর্বে উঠে এসেছে। প্রযুক্তিকে শিক্ষার টুল হিসেবে ব্যবহারের উপরও প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেন। নিজেকে চাপ মুক্ত রেখে ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পরামর্শ দেন। শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পদ্ধতিগুলি সম্পর্কেও প্রধানমন্ত্রী আলোচনা করেন। ছেলেমেয়েরা কীভাবে পিতামাতা ও শিক্ষক শিক্ষিকাদের আত্মবিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে উঠবে সেই বিষয়সমূহ তিনি তুলে ধরেন।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2024 9:30 AM IST