আজ পঞ্চায়েত ভোট মামলার শুনানি, রাজ্যের নজর সুপ্রিম কোর্টে

Last Updated:

আজ অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে গোটা রাজ্য ৷

 #নয়াদিল্লি: আজ অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে গোটা রাজ্য ৷ শীর্ষ আদালতে আজ পঞ্চায়েত ভোট নিয়ে মীমাংসা হতে পারে ৷ গত সোমবার আদালত জানায়, ১৩ অগাস্ট পর্যন্ত মুলতুবি থাকল পঞ্চায়েত ভোট মামলা ৷ পঞ্চায়েত ভোটের জট ছাড়াতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা ৷ এক তৃতীয়াংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিয়েই মামলা হয় সু্প্রিম কোর্টে ৷
৩ বিচারপতির বেঞ্চে চলছে পঞ্চায়েত মামলার শুনানির ৷ এর আগে ৩ জুলাই প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, ৬ অগাস্ট পঞ্চায়েত নিয়ে কিছু একটা নির্দেশ তারা দেবে ৷ তবে ওইদিন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় অনুপস্থিত থাকায় মামলার শুনানি ১৩ অগাস্ট অবধি মুলতুবি রাখার সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত ৷
এবারে পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী রেকর্ড সংখ্যক প্রার্থী ৷ কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী ৩৪ শতাংশ প্রার্থী জয়ী বিনা ভোটে ৷ উল্লেখ্য, সবাই শাসক দলের ৷ এই বিষয় নিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় বিরোধী দলগুলি ৷ তাদের অভিযোগ ছিল, শাসক দলের হিংসা ও জোর জুলুমের কারণেই ওই আসনগুলিতে প্রার্থী দেওয়া সম্ভব হয়নি ৷
advertisement
advertisement
এবারের পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যের পঞ্চায়েত সমিতির মোট ৯২১৭টি আসনের মধ্যেও বিনাযুদ্ধে তৃণমূল কংগ্রেস জিতেছে ৩০৫৯টি ৷ গ্রাম পঞ্চায়েতে মোট ৪৮,৬৫০টি আসনের মধ্যে ১৬,৮১৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শাসক দল। এছাড়া জেলা পরিষদের মোট ৮২৫টি আসনের মধ্যে ২০৩টি আসনে জিতেছে শাসকেরা। তৃণমূল কংগ্রেস ছাড়া গ্রাম পঞ্চায়েতে একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার দলে আছে এক নির্দল প্রার্থীও ৷
advertisement
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের নামে গেজেট বিজ্ঞপ্তি জারি করায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ১৩ অগস্ট ওই মামলার পরবর্তী শুনানি। সেদিনই এই সংক্রান্ত নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। আর এই নির্দেশ নিয়েই আশাবাদী বিরোধীরা ৷
তবে পঞ্চায়েত মামলা বিচারাধীন হলেও এর মধ্যেই যেসব ক্ষেত্রে আদালতে কোনও অভিযোগ নেই, সে সব জায়গাতেই বোর্ড গঠন করার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আজ পঞ্চায়েত ভোট মামলার শুনানি, রাজ্যের নজর সুপ্রিম কোর্টে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement